BDNow24 News

ক্ষোভ নিয়ে এবার যে বিষয়ে মুখ খুললেন মুশফিক

গত কয়েক সপ্তাহ হলো বিষয়টি নিয়ে বেশ আলোচনা চলছিলো। বলা চলে, জাতীয় দলের নির্বাচকদের বরাত দিয়ে ঘুরে ফিরছ। সেটা হলো, নেতৃত্ব আর উইকেটকিপিং তার ব্যাটিংকে প্রভাবিত করছে কি না এই বিষয়ে। এদিকে আলোচনা যখন তুঙ্গে, এ নিয়ে মুখ খুললেন টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম নিজেই।
স্যামসাংয়ের পণ্যদূত হিসেবে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়ার অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন মুশফিকুর রহিম।
তিনি বলেন, ‘ব্যাটিং, উইকেটকিপিং ও অধিনায়কত্ব একসঙ্গে আগেও করেছি। এবং ভালোও করেছি। তখন তো কোনো কথা ওঠেনি। অবশ্য যে ব্যাটসম্যানের কাছ থেকে দল ফিফটি কিংবা সেঞ্চুরি আশা করে, সে খারাপ করলে একটু সমালোচনা হবেই।’
তাহলে কি অধিনায়কত্ব অথবা উইকেটের পিছনে দাঁড়ানো, কোন একটা ছাড়বেন তিনি?
উত্তরে বেশ খানিকটা সাবধানতা, ‘কোচ এখন ছুটিতে। দেখি,তিনি ফিরলে দলে আমার ভূমিকা নিয়েও তাঁর সঙ্গে কথা বলব। এটা বাংলাদেশ দল। এখানে কারো ব্যক্তিগত সিদ্ধান্তে কিছু হয় না। টিম ম্যানেজমেন্ট আছে। সবার মতামতের ভিত্তিতেই একটি কম্বিনেশন ঠিক হয়।’

Previous
Next Post »
Thanks for your comment