গাংনী উপজেলার ৩ নং কাজীপুর ইউনিয়ন পরিষদের ২০১৫-১৬ অর্থ বছরের
খসড়া বাজেট পেশ করা হয়েছে। আজ (২৮ মে) বৃহস্পতিবার বেলা ১২ টার সময় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে
এ অর্থ বছরের ৪৯ লাখ ৫৯ হাজার ১৪ টাকার খসড়া বাজেট পেশ করেন ইউনিয়ন পরিষদের সচীব আব্দুর
রহমান। স্বচ্ছতা ও জবাব দিহীতা নিশ্চিত করনের লক্ষে উন্মুক্ত বাজেট আলোচনা সভার আয়োজন
করা হয়। উন্মুক্ত বাজে অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলো দি হাঙ্গার প্রজেক্টের গাংনী
এরিয়া অফিস। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মু.আলম হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উন্মুক্ত
বাজেট আলোচনা সভায় বক্তব্য রাখেন,
এলাকার প্রবীন শিক্ষক নাজিম উদ্দীন, স্কুল শিক্ষিকা
ও বিকশীত নারী নেটওয়ার্কে (বিএনএন) এর কাজীপুর ইউনিয়ন সেক্রেটারী আফরোজা আক্তার বানু, ইউনিয়নের ১
নং ওয়ার্ডের সদস্য রেজাউল হক,
৮ নং ওয়ার্ডের সদস্য জমির উদ্দীন, ৯ নং ওয়ার্ডের
সদস্য মতিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন, ২ নং ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম, ৩ নং ওয়ার্ডের
সদস্য আজিজুল হক, ৪
নং ওয়ার্ডের শরীফুল ইসলাম, ৫
নং ওয়ার্ডের সাহাবুল ইসলাম, ৬
ওয়ার্ডের মহিবুল ইসলাম, ৭
ওয়ার্ডের মাহবুব আলম, ১,২,৩ নং সংরক্ষিত
নারী সদস্য আক্তার বানু, ৪,৫,৬ নং ওয়ার্ডের
সংরক্ষিত নারী সদস্য নারগীছ আক্তার,
৭,৮,৯ নং সংরক্ষিত
সদস্য পারুল পারভীন, সুজনের
ইউনিয়ন কমিটির সভাপতি শফিকুল ইসলাম,
দি হাঙ্গার প্রজেক্টের ইউনিয়ন সমন্বয়কারী জুয়েল রানা, জাতীয় কণ্যা
শিশু অ্যাডভোকেসী ফোরামের সভাপতি সুরাইয়া আক্তারসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের গণ্যমান্য
ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউনিয়ন চেয়ারম্যান মুহা. আলম হুসাইসন বলেন, এবারের বাজেটে
যোগাযোগ, শিক্ষা
ও কৃষি, শিশু
অধিকার উন্নয়ন, গণশিক্ষা
কার্যক্রম এবং স্বাস্থ্য ও পয়ঃনিস্কাশন খাতে গূরত্ব দেয়া হয়েছে। -
কাজীপুর ইউনিয়ন
যোগাযোগ, শিক্ষা কৃষি ও শিশু অধিকার উন্নয়ন খাতে অগ্রাধিকার দিয়ে গাংনীর কাজীপুর ইউনিয়ন পরিষদের খসড়া বাজেট পেশ
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
Subscribe to:
Post Comments (Atom)
ConversionConversion EmoticonEmoticon