BDNow24 News

স্ত্রীর পরকিয়ার খবর শুনে অপমানে আত্মহত্যা প্রবাসী যুবকের

পরকীয়া ধ্বংস করে দীর্ঘদিনের গভীর সম্পর্ক কিংবা ভেঙে যায় বহু পূরণো ঘর-সংসার। নির্মম সত্য হলো, বিশ্বজুড়ে অসংখ্য মানুষ পরকীয়ার ব্যাধিতে আসক্ত। প্রতিদিনই সংবাদপত্রের পাতা উল্টালে শত শত এমন খবরে আতকে উঠতে হয় সচেতন সমাজকে । আশংকাজনক হারেই বাড়ছে এর ব্যাপ্তি !
এবার স্ত্রীর পরকীয়া প্রেমের খবরে নিজেকে আর ধরে রাখতে পারলো না প্রবাসী জুয়েল রানা। অবশেষে জীবন দিয়ে ভালবাসার মানুষকে জানিয়ে দিল যে তোমাকে ভালবেসে মরতে পারি। তাই স্ত্রী তিথির পরকীয়া প্রেমের খবরে বাহরাইন প্রবাসী স্বামী জুয়েল রানা (২৫) আত্মহত্যা করেছে।
প্রবাসী জুয়েল রানা মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নওদাপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। জুয়েল রানা বুধবার বাংলাদেশ সময় বেলা ১২ টায় তার নিজ বাসস্থানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। রানার চাচাতো ভাই সাহাবুদ্দীন জানান, ভালবেসে জুয়েল রানা প্রায় দেড়বছর আগে একই গ্রামের আমজাদ হোসেনের মেয়ে তিথিকে বিয়ে করেছিল।
দু’জনে দু’জনকে ভালবেসে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে তারা বিয়ে করে সংসারও বেঁধেছিল। কিন্তু সচ্ছলতার জন্য জুয়েল রানা বাহরাইনে পাড়ি জমায়। সে বাহরাইনে যাওয়ার পর থেকেই এক যুবকের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এ খবর শুনে জুয়েল রানা অভিমানে বিদেশের মাটিতেই আত্মহত্যা করেছে। তার আত্মহত্যার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া ছড়িয়ে পড়ে।
Previous
Next Post »
Thanks for your comment