BDNow24 News

ধোনির শাস্তি

আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করায় চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কতৃপক্ষ।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ২৫ রানে হেরে যাওয়া ম্যাচে ডোয়াইন স্মিথের এলবিডব্লিউর সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেন ধোনি। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থের দেওয়া আউটের সিদ্ধান্তকে ভয়ঙ্করবলেন তিনি।
আইপিএল এক বিবৃতিতে জানায়, 'লেভেল-১' পর্যায়ের অপরাধ করেছেন ধোনি এবং চেন্নাই অধিনায়ক অপরাধ স্বীকার করে জরিমানাও মেনে নিয়েছেন।

লাসিথ মালিঙ্গার ফুল টস বলে স্মিথকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। পরে রিপ্লেতে দেখা যায়, মালিঙ্গার বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে যেত।
Previous
Next Post »
Thanks for your comment