কয়েক দিন অাগে মারা যান ভারতের এক তরুণ ক্রিকেটার। আর সেই প্রয়াত
অঙ্কিতই কিনা কলকাতা নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। শাহরুখ খানের এ টিম থেকে
দেশে এসে পাকিস্তানের বিপক্ষে খেলছেন সাকিব আল হাসান।
সুনীল নারিনের ব্যাটে আগের ধার নেই। আর সেই শূণ্য স্থানেই কিনা
ঢুকে পড়ছেন অঙ্কিত! হিউজ
মারা যাওয়ার পর অস্ট্রেলিয়া টিম এভাবে তাকে সম্মান জানিয়েছিল। সেদিন বেঁচে না থেকেও
অস্ট্রেলিয়া দলের একাদশে ছিলেন হিউজ। বিষয়টিতে অবাক হওয়া কিছুই নেই সন্মানের জন্য এটাই
করেছিলেন টিম অস্ট্রেলিয়া।
আর সেটাকে অনুসরণ করছে আইপিএলের দল কেকেআর। অঙ্কিত কেশরীকে হিউজ-সম
সম্মানের ব্যবস্থা করা হচ্ছে। প্রয়াত অঙ্কিত রোববার ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে
কেকেআরের ষোড়শ ব্যক্তি।
ইডেনের ম্যাচকে অঙ্কিতের স্মৃতি-বিজড়িত করে রাখতে বেশ কিছু দিন
ধরেই চিন্তাভাবনা করছিল সিএবি। এ হিসাবেই তাকে এ সন্মান দেয়া হয়েছে।
ConversionConversion EmoticonEmoticon