BDNow24 News

জাতীয় দলের হয়ে মাঠে নামছেন মেসি

বার্সেলোনার জার্সি গায়ে দুরন্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি৷ একই সঙ্গে ব্যস্ত চ্যাম্পিয়ন্স লিগ নিয়েও৷ তারই মধ্যে প্রীতি ম্যাচ খেলার জন্য জাতীয় দলে ডেকে পাঠানো হল আর্জেন্টাইন তারকাকে৷ চলতি মাসের শেষে মার্কিন যুক্তরাষ্ট্রে এল স্যালভাদর এবং ইকুয়েডরের বিরুদ্ধে দু’টি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা৷
মঙ্গলবার ২২ জনের চূড়ান্ত দল ঘোষণা করলেন মেসিদের দলের কোচ জেরার্ডো মার্টিনো৷ এলএম টেনের পাশাপাশি দলে রয়েছেন সের্জিও র‍্যামোস ও গঞ্জালো হিগুয়েন৷ অর্থাৎ ব্রাজিল বিশ্বকাপের ছবিটা আরও একবার ভেসে উঠতে চলেছে আর্জেন্টিনা সমর্থকদের সামনে৷ ফের একবার দলে সুযোগ পেলেন কার্লোস তেভেজ৷
প্রাক্তন কোচ আলেজান্দ্রো সাবেয়ার সময় তিন বছর জাতীয় দলের জার্সি গায়ে খেলতে পারেননি তেভেজ৷ তবে, মার্টিনোর আশা এই সুযোগ কাজে লাগাতে পারবেন আর্জেন্টাইন স্ট্রাইকার৷ ২৮ মার্চ এল স্যালভাদরের বিরুদ্ধে ওয়াশিংটন ও ৩১ মার্চ নিউ জার্সিতে ইকুয়েডরের বিরুদ্ধে খেলবেন মার্টিনোর ছেলেরা৷

Previous
Next Post »
Thanks for your comment