BDNow24 News

ছেলের কর্ম দেখতে স্পাই ক্যামেরা বসালো বাবা

বান্ধবীর সঙ্গে একুশ বছর বয়সি ছেলের যৌন কর্ম দেখতে ঘরে স্পাই-ক্যামেরা বসিয়েছিলেন এক ব্যক্তি। এই অপরাধে ৫৩ বছর বয়সি সেই ব্রিটিশ ব্যক্তির চার বছরের জেল হয়েছে।
সূত্র জানায়, লন্ডনের একটি এলাকায়র ফ্ল্যাটে ছেলের শোওয়ার ঘর থেকে প্রায়ই বিভিন্ন রকমের শব্দ শুনতে পেতেন বাবা। সেই শব্দ থেকে কৌতূহল জেগে ওঠে ওই ব্যক্তির মনে। তারপরই ছেলের ঘরে স্পাই-ক্যাম লাগানোর পরিকল্পনা করেন তিনি।
তারই বাস্তবায়নে ছেলের বেডরুমে ক্যামেরা বসিয়ে দেয় বাবা। এরপর ছেলে যখন তার বান্ধবীর সঙ্গে যৌনকর্মে লিপ্ত থাকে, তখন রান্না ঘরে রান্না করতে করতে সেই দৃশ্য উপভোগ করত বাবা। শুধু তাই নয়, তিনি ছেলের বান্ধবীর নগ্ন ছবির স্টিলও বের করেছিলেন।
কিন্তু কথায় বলে চোরের সাতদিন, পুলিশের একদিন। সেই হঠাৎ একদিনে বাবার এই কীর্তি ধরা পড়ে যায় তারই মেয়ের কাছে। মেয়েটি একদিন টিভি চালিয়ে দিলে সে তার ভাইকে যৌন কর্মে লিপ্ত থাকা অবস্থায় দেখে ফেলে। তারপরই ক্যামেরার সন্ধান করে সে এবং সেটি খুঁজেও পায়।
এই ঘটনাকে বিশ্বাসভঙ্গের জঘন্য উদাহরণ আখ্যা দিয়ে বিচারপতি অভিযুক্ত বাবাকে চার বছরের জেল দিয়েছেন।
Previous
Next Post »
Thanks for your comment