বিবাহ-বিচ্ছেদের আর্জির বিচিত্র কারণ! স্বামীর পুরুষাঙ্গ অতিরিক্ত দীর্ঘ, এই যুক্তিতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন এক নববিবাহিতা। ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, আইশা ডান্নুপাওয়া নামের তিন সন্তানের জননী ওই মহিলা তাঁর নতুন স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের আর্জিতে ওই যুক্তিই দেখিয়েছেন। নাইজেরিয়ার জামফারা প্রদেশের স্বামীর বাড়িতে প্রথম সহবাসকে দুঃস্বপ্ন আখ্যা দিয়েছেন তিনি। ভারতীয় কয়েকটি গণমাধ্যম ডেইলি স্টারে প্রকাশিত খবরের ভিত্তিতে এমনই সংবাদ জানিয়েছে।
ডান্নুপাওয়ার স্বামী তাঁর পুরুষাঙ্গ অতিরিক্ত দীর্ঘ হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন। পণ বাবদ দেওয়া অর্থসামগ্রী ফেরত পেলেই তিনি বিচ্ছেদে রাজি বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
ডান্নুপাওয়া স্বামীর সঙ্গে তাঁর যন্ত্রনাদায়ক যৌনসম্পর্কের কথা প্রথমে তাঁর মাকে জানান। মা ওষুধ দিয়ে পরামর্শ দিয়েছিলেন ধৈর্য্য ধরতে। কিন্তু ডান্নুপাওয়ার দাবি, স্বামীর সঙ্গে তাঁর আর থাকা সম্ভব নয়।
ConversionConversion EmoticonEmoticon