BDNow24 News

এবার ক্যাটরিনার গোপন অন্তরঙ্গ দৃশ্য ফাঁস !

দীর্ঘসময় ধরে বলিউডে আলো ছড়ালেও চুমু বা অন্তরঙ্গ দৃশ্য বরাবরই এড়িয়ে চলেছেন ক্যাটরিনা কাইফ। খ্যাতির চূড়ায় উঠতে শরীর দেখাতে হয়নি তাকে।
নিজেকে চুম্বন বিভাগের প্রধান শিক্ষক দাবি করা সিরিয়াল কিসার ইমরান হাশমির কোপানলেও পড়তে হয়নি কখনও। অভিনয় করেছেন সালমান, শাহরুখ, আমির খানের মতো বাঘা তারকাদের সঙ্গে। তবে এবার বোধহয় নিজেকে আরেকটু মেলে ধরতে চাইছেন এই সুন্দরী। আর এ পর্দা রসায়নটা তৈরি হচ্ছে নবাব বাড়ির ছেলে সাঈফ আলী খানের সঙ্গে।
নির্মাণাধীন ফ্যান্টম ছবিতে জুটি হয়ে কাজ করছেন সাঈফ ও ক্যাট। জানা গেছে, এই ছবিতে একাধিক চুম্বনদৃশ্য রয়েছে। অন্তরঙ্গ দৃশ্যও থাকবে কয়েকটি। এরইমধ্যে এই খবর পৌঁছে গেছে ক্যাট ভক্তদের কাছে। তারা ইউটিউবে তল্লাশি শুরু করে দিয়েছেন স্বপ্নের নায়িকাকে খোলামেলা আর অন্তরঙ্গ দৃশ্যে দেখতে। ইন্টারনেটে খুঁজে বেড়াচ্ছে এই ছবির ট্রেলার আর গানের ভিডিও। বেচারা! এখন পর্যন্ত এই ছবির কোন ভিডিও তো প্রকাশই পায়নি।
এখন ‘ফ্যান্টম’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ক্যাটরিনা। এটি পরিচালনা করছেন কবির খান। সন্ত্রাসবাদকে কেন্দ্র করে নির্মিয়মাণ এ সিনেমায় একই সঙ্গে অ্যাকশন ও রোমান্টিক দৃশ্যে দেখা যাবে ক্যাটরিনাকে। ছবি সংশ্লিষ্টরা তো তাই-ই বলছে।অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে বেশ কয়েকবার আঘাতও পেয়েছেন তিনি। সব মিলিয়ে ক্যাটরিনা বছরের মাঝামাঝিতে এ ছবির মাধ্যমে চমক নিয়েই হাজির হচ্ছেন।ফ্যান্টম ছাড়াও ক্যাটরিনা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন একাধিক ছবির কাজ নিয়ে। চলতি বছর তিন তিনটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে তার।
এদিকে ক্যাটরিনা অভিনীত সর্বশেষ দুটি ছবি হলো ‘ধূম-৩’ এবং ‘ব্যাং ব্যাং’। বলিউড বক্স অফিসে এই দুটি ছবিই ব্যাপক ব্যবসা করেছে। এর মাধ্যমে এখন পর্যন্ত শীর্ষ অভিনেত্রীর তকমাটা ধরে রেখেছেন কাটরিনা। তবে এবার নতুনরূপে দর্শকদের সামনে আসছেন এ তারকা।ক্যাটরিনাও ছবিটি নিয়ে ব্যাপক আশাবাদী।
Previous
Next Post »
Thanks for your comment