বিশ্বকাপে ভারতকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে আইসিসি! বিতর্কটা বেশ আগের। তবে এটা নতুন মাত্রা পায় কোটি কোটি চোখ ফাঁকি দিয়ে ভারতকে সুবিধা দেয়ায়।
আর সেই সুবিধা প্রদানের হাতিয়ার ছিল পাকিস্তানি আম্পায়ার আলিম দার ও কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের কাছে হেরে যাওয়া ইংল্যান্ডের সাবেক ক্রিকেট তরকা গোল্ড।
গোল্ড অবশ্য দীর্ঘদিন ধরে আইসিসির নিয়মিত আম্পায়ার হিসাবে রয়েছেন। এই দুই আম্পায়ারের জুটিতে বাংলাদেশ হলো বঞ্চনার শিকার। খাঁটি দুটি আউট দিলেন না তারা।
মোড়লের পক্ষেই ভারী হওয়া উচিত সিদ্ধান্তের পাল্লাটা। আলিম দারদের সমালোচনায় প্রাক্তন ক্রিকেটাররা। এদিকে পাকিস্তানের ধারাভাষ্যকর রমিজ রাজা তো অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখলেন আইসিসিকে!
ব্যঙ্গ করে আইসিসিকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না বলে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলেন।
তিনি টুইটবার্তায় লিখেছেন, সাধুবাদ ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি)। সত্যিই তোমরা (আম্পায়াররা) বিক্রি হয়ে গেলে! এর মাধ্যমে আইসিসির নাম রীতিমত পাল্টে দিলেন তিনি!
ConversionConversion EmoticonEmoticon