BDNow24 News

সব জল্পনা-কল্পনা পেছনে ফেলে বাংলাদেশ আসছে পাকিস্তান

সব জল্পনা-কল্পনা সেরে এবার বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। পাকিস্তানের আসা নিয়ে এতো বিতর্কের নিষ্পত্তি হলো কিভাবে? কেনই বা পাকিস্তান এতো সহজে মেনে নিল তাদের দাবি? এর পেছনে কি কারণ রয়েছে?
বাংলাদেশ সফরে আসা নিয়ে পাকিস্তানের দাবি ছিল এটা হবে ‘পাকিস্তানের হোম সিরিজ’। এমনকি সিরিজ থেকে উপার্জিত অর্থ থেকে শতকরা ৫০ ভাগ পিসিবিতে দিতে হবে। শুধু তাই নয়, অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলকে পাঠাতে হবে তাদের দেশে। তাহলে এতো সব দাবি কি মেনে নেয়া হলো?
যদিও, বিসিবি শুরু থেকেই পাকিস্তানের এসব শর্তকে অযৌক্তিক বলে আসছে। তবে ভেতরে ভেতরে পিসিবির সিদ্ধান্ত পাল্টানোর চেষ্টাও চলেছে। সূত্র জানিয়েছে, সব দাবি পূরণ না করলেও পাকিস্তান দলের বাংলাদেশে আসা-যাওয়ার বিমানভাড়া দিতে রাজি হয়েছে বিসিবি।
আর এই শর্তেই নাকি পিসিবি কিছুটা রাজি হয়ে গেছে। গত ৯ মার্চ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর পর বিসিবি সভাপতি নাজমুল হাসানকে ফোনে অভিনন্দন জানান পিসিবি প্রধান শাহরিয়ার খান। সেই সময় পিসিবি সভাপতি নাজমুল হাসানকে বলেছেন, তারা বাংলাদেশ সফরে আসতে রাজি। অপেক্ষা শুধু পাকিস্তান সরকারের কাছ থেকে সবুজসংকেত পাওয়ার। প্রথম আলোর এক প্রতিবেদনে আরও জানা যায়, বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসের কথায়ও কাল পাওয়া গেল সেই আভাস, ‘পিসিবি এখনো সফরের ব্যাপারে আমাদের চূড়ান্ত কিছু জানায়নি। তবে বলেছে, তারা তাদের সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে।’
বোর্ড সূত্রে জানা গেছে, পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর এখন অনেকটাই নিশ্চিত। সব ঠিকঠাক থাকলে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তারা বাংলাদেশে আসবে। দুই টেস্ট, তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টির সিরিজটি সম্ভবত শুরু হচ্ছে ওয়ানডে দিয়েই। প্রথম ম্যাচের সম্ভাব্য তারিখ ২২ এপ্রিল।
Previous
Next Post »
Thanks for your comment