BDNow24 News

বিপিএলে নিশ্চিত ২৩ বিদেশি!

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে ২৬ অক্টোবর প্লেয়ার বাই চয়েসের আগেই বিদেশী এমন বেশকিছু তারকা ক্রিকেটারদের নিশ্চিত করে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই মধ্যে ২৩ বিদেশি ক্রিকেটারকে নিশ্চিত করা হয়ে গেছে বিপিএলে। এমনকি এদের প্রত্যেকেরই পারিশ্রমিকের অংক ছাড়িয়ে যাচ্ছে বিদেশি ক্রিকেটার ক্যাটাগরিতে বিপিএল কমিটির বেধে দেয়া ৭০ হাজার ডলারের সীমা।
ক্রিকেটারদের দলভুক্ত করতে যে প্লেয়ার বাই চয়েজ' পদ্ধতি চালু করছে বিপিএল কমিটি। তবে, সেটা কি মানছে ফ্র্যাঞ্চাইজিগুলো? ২৬ অক্টোবর প্লেয়ার বাই চয়েজে আগেই ৬ ফ্র্যাঞ্চাইজি কুমার সাঙ্গাকারা, ক্রিস গেইল, শহিদ আফ্রিদি ও শোয়েব মালিকদের মতো তারকা ক্রিকেটারদের চুক্তিভুক্ত করে নিয়েছে।
বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ধার্য হয়েছে যথাক্রমে ৭০, ৫০, ৪০ ও ৩০ হাজার ডলার। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ১২ জন বিদেশি ক্রিকেটার নিতে পারবে। সেটা যে কোনো ক্যাটাগরি থেকে। এই সুযোগকে কাজে লাগিয়ে 'প্লে¬য়ার বাই চয়েজ' পদ্ধতির আগে তারকা ক্রিকেটারদের দলভুক্ত করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বেধে দেওয়া পারিশ্রমিকের উপরই অর্থ খরচ করছে তারা।
বেক্সিকো লিমিটেডের 'ঢাকা ডিনামাইটস' মোটা পারিশ্রমিকে নিয়েছে শ্রীলংকার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও ইংল্যান্ডের রবি বোপারাকে। শোনা যায় সাঙ্গাকার ও বোপারার প্রত্যেকের পারিশ্রমিক দেড় লাখ ডলারের উপর। আবার আইকন ক্রিকেটার হিসেবে ঢাকায় খেলবেন সাকিব।
আর ওয়ানডে ও টি২০ অধিনায়ক মাশরাফি খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। দলটি নিশ্চিত করেছে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক ও ওয়েস্ট ইন্ডিজের 'রহস্যময়' সুনিল নারাইনকে। চট্টগ্রামের 'আইকন' ক্রিকেটার তামিম। দলটির বিদেশি ক্রিকেটারদের তালিকায় রয়েছে তিলকারত্নে দিলশান, পাকিস্তানের ড্যাশিং ব্যাটসম্যান উমর আকমল ও নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা মোহাম্মদ আমের।
এছাড়া জিম্বাবুয়ের অলরাউন্ডার এল্টন চিগুম্বুরাও রয়েছেন চট্টগ্রামের তালিকায়। রংপুরে নাসির হোসেন 'আইকন' ক্রিকেটার। বিদেশিদের তালিকায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ড্যারেন সামি। সিলেটের 'আইকন' ক্রিকেটার মুশফিকুর রহিম। তার বিদেশি সঙ্গী বুম-বুম খ্যাত পাকিস্তানের টি২০ অধিনায়ক শহীদ আফ্রিদি। বরিশালের 'আইকন' ক্রিকেটার মাহমুদুল্লাহ। তার বিদেশি সঙ্গী 'বিস্ফোরক' ব্যাটসম্যান ক্রিস গেইল। এজন্য ম্যাচ প্রতি গেইলকে দেওয়া হচ্ছে ৩৫ হাজার ডলার।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন
Previous
Next Post »
Thanks for your comment