স্পোর্টস আপডেট ডেস্ক : অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পর দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল বাংলাদেশ সফর স্থগিত করল। পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে ১৫ অক্টোবর বাংলাদেশে আসার কথা ছিল দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের। কিন্তু নিরাপত্তার অজুহাতে সফর স্থগিত করেছে প্রোটিয়ারা।
জানা গেছে, ক্রিকেট সাউথ আফ্রিকার ঊর্ধ্বতন এক কর্মকর্তা ফোনে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরীকে এ বার্তা দিয়েছেন।
আগামী কয়েক মাস বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে ক্রিকেট সাউথ আফ্রিকা। এর পরই বাংলাদেশ সফরের ভাগ্য নির্ধারণ করবে তারা।
-
ConversionConversion EmoticonEmoticon