বাংলাদেশের মেয়েদের সম্ভাব্য পাকিস্তান সফরের সঙ্গে বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের আসা-না আসার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, পাকিস্তানি ক্রিকেটারদের জন্য কাঠামো রেখেই করা হচ্ছে বিপিএল।
বাংলাদেশের মেয়েদের পাকিস্তান সফরের সম্ভাব্যতা খতিয়ে দেখতে সম্প্রতি করাচি ও লাহোর পরিদর্শন করে এসেছে বিসিবির নিরাপত্তা পরিদর্শক দল। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বাংলাদেশের মেয়েরা পাকিস্তান সফরে না গেলে বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের খেলতে দেবে না পিসিবি।
বিপিএলের তৃতীয় আসরের নানা দিক জানাতে বুধবার শের-ই-বাংলায় সংবাদ সম্মেলন করে বিপিএল গভর্নিং কাউন্সিল। সেখানে পিসিবির এই হুমকির গুঞ্জনের প্রসঙ্গও উঠলো।
তবে এই খবর উড়িয়ে দিলেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
“যে কোনো সময়ের চেয়ে পাকিস্তানের বোর্ডের সঙ্গে এখন আমাদের সম্পর্ক ভালো। পাকিস্তানি ক্রিকেটার আসবে না, এরকম কিছু আমাদের জানা নেই। আমাদের সঙ্গে পিসিবির যোগাযোগ আছে। পাকিস্তানি ক্রিকেটার আসবে, এরকম একটা কাঠামো রেখেই আমরা বিপিএল করছি। আমরা আশাবাদী যে, তারা খেলবে।”
বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস তো এই খবরের কোনো ভিত্তিই দেখছেন না।
“কয়েকদিন ধরে পিটিআইতে একটি রিপোর্ট এসেছে। আপনারা সেটার কথাই বলছেন। পিটিআই কিন্তু অজানা সূত্র থেকে খবর করেছে। আমরা অজানা সূত্র বিবেচনাই করি না। এজন্য মন্তব্য করছি না। আর বিসিবি প্রেসিডেন্ট আগেই বলেছেন, পাকিস্তানের সঙ্গে কোনো শর্ত নিয়ে আলাপ হয়নি। যেগুলো ছিল, সেগুলো পাকিস্তান সিরিজের আগেই চুকিয়ে ফেলা হয়েছে।”
ConversionConversion EmoticonEmoticon