২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আর ক’দিন আগে সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছিলেন,
এই টুর্নামেন্ট খেলেই ক্রিকেটকে ‘গুড বাই’ বলে দিতে চান তিনি। এখন প্রশ্ন হল মাশরাফির পর কে হবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কাণ্ডারী?
এমন এক প্রশ্নের জবাব মাশরাফি দিলেন ঢাকা থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে। বললেন,
‘আমি জানি না কত দিন খেলব বা অধিনায়কত্ব কতদিন করব।
এরপর সাকিব আছে, তামিম আছে,
মুশফিক টেস্টে আছে। এরপর দেখবেন কেউ না কেউ উঠে আসছে। কিন্তু এটা মুখ্য নয়। মুখ্য হলো আমরা মাঠে কেমন খেলছি।’
ConversionConversion EmoticonEmoticon