BDNow24 News

বিনা মূল্যে এনআইডি সংশোধনের সময় আর মাত্র ১৫ দিন

বিনা খরচে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের সময় আর মাত্র ১৫ দিন আগামী ৩১ আগস্ট পর্যন্ত সুযোগ পাওয়া যাবে আগামী সেপ্টেম্বর থেকে এনআইডি সংশোধন করাতে হলে টাকা খরচ করতে হবে
এনআইডি প্রকল্পের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন বলেন, 'আগামী ৩১ আগস্ট পর্যন্ত বিনা মূল্যে জাতীয় পরিচয়পত্রের নবায়ন বা ভুল সংশোধন করা যাবে আগস্ট মাসের শেষের দিকে স্মার্টকার্ড দেওয়া শুরু হবে সেপ্টেম্বর থেকে এনআইডির যেকোনো পরিবর্তনে টাকা দিতে হবে'
জানা গেছে, সেপ্টেম্বর থেকে সংশোধন বা নবায়নের জন্য ১০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ফি দিতে হবে
গত ১২ ফেব্রুয়ারি এনআইডির জন্য ফি নির্ধারণ করে এসআরও জারি করে নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই ব্যবহারের জন্য বিভিন্ন সংস্থা বা কর্তৃপক্ষের জন্যও এককালীন চুক্তির ফি নির্ধারণ করা হয়েছে জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ১৫ বছর সময় পার হলে পরিচয়পত্র নবায়ন করতে হবে
বিনা মূল্যের সময় পার হওয়ার পর জাতীয় পরিচয়পত্র নবায়ন বা সংশোধনের জন্য দিতে হবে ১০০ টাকা জরুরিভিত্তিতে নবায়নের জন্য দিতে হবে ১৫০ টাকা হারিয়ে ফেললে বা নষ্ট হলে নতুন পরিচয়পত্রের জন্য প্রথমবার সাধারণ আবেদনে ২০০ জরুরি আবেদনে ৩০০ টাকা দিতে হবে দ্বিতীয়বার যথাক্রমে ৩০০ টাকা (সাধারণ) ৫০০ টাকা (জরুরি) এবং পরবর্তী যেকোনো বার ৫০০ টাকা (সাধারণ) ১০০০ টাকা (জরুরি) দিতে হবে আবেদন করতে হবে নির্বাচন কমিশনের পরিচয় নিবন্ধন অনুবিভাগ বরাবর কমিশনের সচিব বরাবর পে-অর্ডার বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ফি জমা দিতে হবে
আর বিনা মূল্যে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য সাদা কাগজে 'ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন এবং জাতীয় পরিচয়পত্র প্রদানে সহায়তা প্রকল্পে' পরিচালকের কাছে আবেদন করতে হবে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন ভবনের সপ্তম তলায় প্রকল্প কার্যালয়ে পাওয়া ফরমেও আবেদন করা যাবে ফরম পূরণ করে প্রকল্প কার্যালয়ের নির্দিষ্ট কাউন্টারে জমা দেওয়ার পর সেখান থেকে প্রাপ্তিস্বীকারপত্র (নম্বরসহ) দেওয়া হয় এতে সংশোধিত পরিচয়পত্র দেওয়ার তারিখ উল্লেখ করা থাকবে ওই তারিখের সাত দিনের মধ্যে কাউন্টার থেকসংশোধিত পরিচয়পত্র নিতে হবে
Previous
Next Post »
Thanks for your comment