BDNow24 News

ঘরজামাই হতে রাজি, শাশুড়ি চলবে না!

ভারতের ছেলেদের একটি বড় অংশ চায় ঘরজামাই হয়ে থাকতে। অর্থাৎ বিয়ের পর বাক্স-পেটরা নিয়ে বউয়ের বাড়িতে চলে আসতে কোনো আপত্তি নেই ছেলেদের। তবে একটা আপত্তি আছে। ওই বাড়িতে বউ থাকবে, শাশুড়ি নয়!
সম্প্রতি ভারতের ওয়েবসাইট শাদি ডটকমের করা একটি সমীক্ষায় এমন ফলই বেরিয়ে এসেছে। ভারতের একাধিক রাজ্যের মোট ১৩ হাজার ৬০০ জন ছেলের ওপর এ সমীক্ষা চালিয়েছে শাদি ডটকম। সমীক্ষায় অংশ নেওয়া ছেলেদের বয়স ছিল ২৪ থেকে ৩৫-এর মধ্যে। 
ওই সমীক্ষায় ঘরজামাই থাকতে চান কি না প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নের উত্তরে ঘরজামাই থাকার ক্ষেত্রে ‘থাকতেই পারি’ জাতীয় মন্তব্য করেছেন ৪৯ দশমিক দুই শতাংশ ছেলে। ৩৬ দশমিক এক শতাংশ ছেলে উত্তর দিয়েছেন তাঁরা ‘ঘরজামাই থাকতে চান না’। আর ঘরজামাই থাকতে একপায়ে রাজি বলে সরাসরি ‘হ্যাঁ বলেছেন’ ১৪ দশমিক সাত শতাংশ ছেলে। মোদ্দা বিষয়, ঘর জামাই থাকার ক্ষেত্রে খুব বেশি অনীহা নেই ভারতীয় ছেলেদের মধ্যে। 
অবশ্য ঘরজামাই থাকার বিষয়ে শুধু ছেলেদের কাছেই প্রশ্ন করা হয়নি। সমানভাবে মেয়েদের কাছেও প্রশ্ন করা হয়েছিল। মেয়েদের কাছে প্রশ্ন করা হয়েছিল, ‘আপনার স্বামী যদি আপনার বাবা ও মায়ের সঙ্গে বাড়িতেই থাকেন তাহলে আপনার কেমন লাগবে?’ যার উত্তরে ৬ দশমিক তিন শতাংশ মেয়ে জানিয়েছেন- ‘মোটেই ভালো লাগবে না।’ ২২ দশমিক এক শতাংশ মেয়ে জানিয়েছেন, তেমন হলে অসুবিধার কিছু নেই- ‘মন্দ কী।’ আর ৭১ দশমিক ছয় শতাংশ মেয়ে জানিয়েছেন- ‘দুর্দান্ত লাগবে।’ 
শাদি ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব রক্ষিত বলেন, ‘এই সমীক্ষার মাধ্যমে প্রমাণিত, বর্তমান প্রজন্ম মনের দিক থেকে অনেকটাই পুরনো দিনের আবহকে পিছনে ফেলে এগিয়ে চলেছে। তবে ঘরজামাই হতে ছেলেদের আপত্তি না থাকলেও আপত্তি বেধেছে কিন্ত অন্য জায়গায়। ‘শাশুড়িকে নিয়ে বেজায় আপত্তি ছেলেদের।’ 
সমীক্ষায় দেখা গেছে, মাত্র ২০ শতাংশ ছেলে জানিয়েছেন, শাশুড়ি থাকলে ঘরজামাই হতে বিশেষ আপত্তির কিছু নেই। তবে ৪৩ শতাংশ ছেলেই সাফ জানিয়ে দিয়েছেন, শাশুড়ি থাকলে ঘরজামাই হতে মোটেই রাজি নন তাঁরা। বাদ-বাকিরা অবশ্য বিষয়টি নিয়ে যথেষ্ট দোলাচল প্রকাশ করেছেন। 
Previous
Next Post »
Thanks for your comment