আক্ষরিক অর্থেই বিকৃত মানসিকতা! রসিকরা বলেন,
ভারতীয় বর ও তার পরিবারের থেকে বেশি শক্তিশালী বিশ্বে আর কেউ নেই। এমনকি মার্কিন প্রেসিডেন্টও নন। ভারতের নানা ঘটনাই তার প্রমাণ। কিন্তু মুম্বাইয়ের এই ‘গুণধর’
বর যা করলেন,
তাতে যেন নোংরামির সব নজির ছাপিয়ে গেল। বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে আড়ালে হবু স্ত্রীর নগ্ন শরীর দেখতে চাইল এক যুবক। নিকৃষ্ট ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্র রাজ্যের থানে জেলায়।
জিতেন্দ্র রামকৃষ্ণ নামে বছর ৩৩-এর ওই যুবকের বিয়ের জন্য স্থানীয় একটি বাড়িতে মেয়ে দেখতে গিয়েছিল তার পরিবার। সঙ্গে জিতেন্দ্রও ছিল। মেয়ের বাড়িতে নানা কথার পর দুই পরিবারের সম্মতিতে বিয়ে ঠিকও হয়ে যায়। এরপরই নিজের বিকৃত মানসিকতার পরিচয় দেয় জিতেন্দ্র।
বিয়ের আগে দু’জনকে একান্তে আলাপ করার পরামর্শ দেয় তাদের পরিবার। সেই আলাপেই জিতেন্দ্র তার হবু স্ত্রীকে প্রস্তাব দেয়, বিয়ের আগে সে তার নগ্ন শরীর দেখতে চায়। পছন্দ হলে তবেই বিয়ে করবে। এমনকি একটি নগ্ন সেলফি তোলার জন্যও মেয়েটিকে অনুরোধ করে। এখানেই শেষ নয়, পণ বাবদ নগদ ৩ লাখ টাকাও দাবি করে।
যার সঙ্গে সারা জীবন কাটানোর পরিকল্পনা করেছিলেন, সেই ব্যক্তির এহেন কদর্য চাহিদায় রীতিমতো মুষড়ে পড়েন ওই যুবতী। তৎক্ষণাৎ মা-বাবাকে জানিয়ে দেন, তিনি ওই ব্যক্তিকে বিয়ে করবেন না। মেয়ের পরিবারের তরফে জিতেন্দ্র ও তার পরিবারের নামে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। পণের দাবি ও যৌন হেনস্থার অভিযোগে জিতেন্দ্র ও তার মা-বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ConversionConversion EmoticonEmoticon