BDNow24 News

রক্ত দিয়ে হলেও সানির ঢাকা সফর রুখবে হেফাজত

সাবেক পর্নস্টার ও বলিউডের আবেদনময়ী চিত্রনায়িকা সানি লিওনের ঢাকা সফর প্রতিহত করতে আক্রমণের হুমকি দিয়েছে হেফাজতে ইসলাম।
আজ শুক্রবার দুপুরে ডিআইটি জামে মসজিদের খতিব ও হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা আমির ও শহরের বৃহৎ মসজিদ মাওলানা আবদুল আউয়াল জুমার নামাজের খুতবার আগে এ হুমকি দিয়ে বলেন, ‘বাংলার জমিনে কোনো নর্তকীকে বেহাল্লপনা করতে দেয়া হবে না। তৌহিদী জনতাকে উপেক্ষা করা হলে প্রয়োজনে যে বিমানবন্দর দিয়ে সানি লিওনকে আনা হবে সেই বিমানবন্দরেও আক্রমণ করা হবে।’
328866-sunny-after-hrs
এসময় মসজিদে উপস্থিত কয়েক হাজার লোকজনের প্রতি আহ্বান জানালে তারা হাত তুলে সমর্থন করে।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি আবদুল আউয়াল হয়তো হজের কারণে দেশে থাকতে পারব না। তবে আমার ঘোষণা হলো, যে কোনো মূল্যে ওই অনুষ্ঠান ঠেকাতে হবে। সাংবাদিকদের মাধ্যমে আমি সে আহ্বান আয়োজকদের কানে দিতে চাচ্ছি। এতেও তাদের হেদায়েত না হলে নারায়ণগঞ্জের তৌহিদী জনতা রুখে দাঁড়াবে। রক্ত দিয়ে হলেও বেহাল্লপনা নর্তকীদের রুখবে।’
Previous
Next Post »
Thanks for your comment