ঝড় এসে এক তরুণীকে উড়িয়ে নিয়ে প্রাক্তন প্রেমিকের ছাদে নিয়ে ফেলেছে। এতে তরুণী সামান্য আহত হলেও তাঁর প্রাক্তন প্রেমিকের সঙ্গে সব খারাপ সম্পর্ক মিটে যায় ঝড়ের বেগে। ঘটনাটি ঘটেছে ফিলিপিন্সের উপকূলবর্তী এলাকায়।
বুধবার সকালে ৫৫ কিলোমিটার বেগে ঝড় আছড়ে পড়ে ফিলিপিন্সের দক্ষিণে মিনদান্নো দ্বীপে। ঝড়ে একেবারে লণ্ডভণ্ড হয়ে যায় ফিলিপিন্সের উপকূলবর্তী এলাকাগুলী। ঝড়ের সঙ্গে প্রচণ্ড বৃষ্টি ছিল। এখন পর্যন্ত বন্যা ও ধসে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ হয়েছেন সাতজন।
ফেসবুকে আজকের এই ঝড় নিয়ে একটা মজার পোস্ট করেছেন ফিলিপিন্সের এক তরুণী। তিনি লিখেছেন, তাঁর এক বন্ধুকে আজকের ঝড় এসে তাঁর প্রাক্তন প্রেমিকের ছাদে আছড়ে ফেলে। তাতে তাঁর বন্ধু সামান্য আহত হন। কিন্তু পুরনো প্রেমিকের সঙ্গে সব খারাপ সম্পর্ক মিটে যায় ঝড়ের বেগে। সঙ্গে মোবাইলে তোলা ঝাপসা ছবিও আপলোড করেছেন সেই তরুণী।
বুধবার সকালে ৫৫ কিলোমিটার বেগে ঝড় আছড়ে পড়ে ফিলিপিন্সের দক্ষিণে মিনদান্নো দ্বীপে। ঝড়ে একেবারে লণ্ডভণ্ড হয়ে যায় ফিলিপিন্সের উপকূলবর্তী এলাকাগুলী। ঝড়ের সঙ্গে প্রচণ্ড বৃষ্টি ছিল। এখন পর্যন্ত বন্যা ও ধসে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ হয়েছেন সাতজন।
ফেসবুকে আজকের এই ঝড় নিয়ে একটা মজার পোস্ট করেছেন ফিলিপিন্সের এক তরুণী। তিনি লিখেছেন, তাঁর এক বন্ধুকে আজকের ঝড় এসে তাঁর প্রাক্তন প্রেমিকের ছাদে আছড়ে ফেলে। তাতে তাঁর বন্ধু সামান্য আহত হন। কিন্তু পুরনো প্রেমিকের সঙ্গে সব খারাপ সম্পর্ক মিটে যায় ঝড়ের বেগে। সঙ্গে মোবাইলে তোলা ঝাপসা ছবিও আপলোড করেছেন সেই তরুণী।
ConversionConversion EmoticonEmoticon