BDNow24 News

বৃদ্ধ হওয়ার আগেই দাঁত পড়ে কেনো

অশীতিপর বৃদ্ধ হলেই যে দাঁত পড়বে, এর আগে কখনোই নয়, এই ধারণা একেবারেই ভুল। যে কোনো বয়সেই আপনার দাঁত পড়ে যেতে পারে। তবে বিনা কারণে কখনোই নয়। জেনে নিন, কী কী কারণে অকালে দাঁত পড়ে যায় মানুষের।
দাঁত ক্ষয় রোগ একটি কমন সমস্যা। সময় মতো চিকিৎসা না করালে দাঁতের পারিপার্শ্বিক টিস্যু ও হাড় ক্ষয় হয়ে দাঁতের মূল নষ্ট হয়ে যায়। তখন এই দাঁতটি ফেলে দিতে হয়।
তাছাড়া মাড়ির রোগে দাঁত পড়ে যেতে পারে। এই রোগে প্রথমে দাঁতের মাড়িতে প্রদাহ হয়। পরে হাড় ক্ষয় এবং দাঁতের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি নষ্ট হয়ে যায়। ফলে দাঁতটিও অকালে ঝরে পড়ে।
যারা নিয়মিত ধূমপান করেন তাঁরা দাঁত হারানোর ঝুঁকিতে থাকেন সবসময়। এছাড়া যে কোনো তামাক দ্রব্য যেমন, জর্দা, সাদাপাতা, তামাক, খইনি, গুল, দোক্তা দাঁতের ক্ষতি করে। যা শেষ পর্যন্ত দাঁতের প্রাণ কেড়ে নেয়।
যাদের ডায়াবেটিস আছে তাদের খুবই সাবধানে থাকা উচিত। কেননা ডায়াবেটিসের কারণে দাঁত হারাতে হতে পারে। এজন্য সবসময় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
এছাড়া বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায়ও দাঁতের ক্ষতি হতে পারে। সেই ক্ষতির কারণে অনেক সময় দাঁতও ফেলে দিতে হয়। তাই কোন ওষুধ খেতে হলে সেই ওষুধ সম্পর্কে আগেই ভালো মতো জেনে নিন।
Previous
Next Post »
Thanks for your comment