মৌসুম শুরুর আগে প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে এলএ গ্যালাক্সিকে হারিয়েছে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়নদের ২-১ ব্যবধানের এই জয়ে গোল পেয়েছেন তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেস।
প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে দলের মূল দুই তারকা লিওনেল মেসি ও নেইমারকে ছাড়াই খেলছে বার্সেলোনা।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রোজ বোল স্টেডিয়ামে প্রায় ৯০ হাজার দর্শকের সামনে ৪৫তম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেওয়া গোলটি করেন উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেস।
৫৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সের্হি রবের্তো।
যোগ করা সময়ে একটি গোল শোধ করেন গ্যালাক্সির টমি মায়ারস।
টুর্নামেন্টে বার্সেলোনা পরের ম্যাচ খেলবে আগামী শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। মঙ্গলবার অন্য ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ইউনাইটেড ৩-২ গোলে হারায় সান হোসে আর্থকোয়েকসকে।
ConversionConversion EmoticonEmoticon