গোবিন্দগঞ্জ উপজেলায় বিয়ের প্রাথমিক আনুষ্ঠানিকতায় কনেকে নাক ফুলের বদলে টাকা দেওয়াকে কেন্দ্র করে বরের বাবার লাঠির আঘাতে আহত কনের বাবা ফয়জার রহমান ভুট্টুর (৪০) মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জুলাই) ভোরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ভুট্টু মিয়া উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের আশরাফ আলীর ছেলে।
পারিবারিক সুত্র মতে ছেলে পক্ষ-মেয়ে পক্ষ নিকট আত্মীয়। ২০ জুলাই (সোমবার) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাখালবুরুজ গ্রামের আফছার আলীর ছেলে শাহিন মিয়ার সঙ্গে ভুট্টু মিয়ার মেয়ে শাহীনুর খাতুনের বিয়ের প্রাথমিক আনুষ্ঠানিকতা চলছিল।
এসময় মেয়ে পক্ষ ছেলেকে আংটি পরিয়ে দিলেও ছেলে পক্ষ মেয়েকে নাক ফুলের বদলে টাকা দেয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায়ে এ বিয়ে হবে না বলে সাফ জানিয়ে দেন কনের বাবা ভুট্টু মিয়া। এসময় বরের বাবা ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে স্বজোরে কনের বাবার মাথায় আঘাত করেন।
পরে পরিবারের সদস্যরা ভুট্টু মিয়াকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যান তিনি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ConversionConversion EmoticonEmoticon