পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে মামলা করে আলোচনায় আসা উঠতি অভিনেত্রী নাজনিন আক্তার হ্যাপি, তার সঙ্গে জড়িয়ে আরেক পেসার মুস্তাফিজুর রহমানকে জড়িয়ে ভুল সংবাদ প্রকাশ করায় ক্ষোভ জানিয়েছেন।
একটি নামসর্বস্ব অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত ‘মুস্তাফিজকে সিলেটি কন্যার বিয়ের প্রস্তাবে হ্যাপি যা বললেন’- শীর্ষক সংবাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেন হ্যাপি। তিনি জানান, মুস্তাফিজ কেন রুবেল ছাড়া জেমস বন্ডকে নিয়েও ভাবার সময় নেই তার।
ফেসবুকে এই বিষয়ে নিন্দা জানিইয়ে হ্যাপি লেখেন, ‘এইসব সংবাদ যারা করে তাদের কী করা উচিত ?? এইসব মিথ্যা নিউজ যারা করে তাদের গণধোলাই দেওয়া দরকার, বাজে লোকজন সব। আমি এই প্রসঙ্গে কখন আমার ফেসবুকে লিখলাম যে "ও মোর খোদা কেমনে কী" আর এসব প্রসঙ্গে আমি বলবোই বা কেন? আজব! ইচ্ছা হচ্ছে এই নিউজ যে করেছে তার কানের নিচে দুইটা দিতে পারতাম! আমার রুবেল বাদে মুস্তাফিজ কেন জেমস বন্ডকে নিয়েও ভাবার সময় নেই। বাংলাদেশের সবার মত আমিও মুস্তাফিজ এর ভক্ত এছাড়া আর কিছুই না।’
শোনা যায়, মুস্তাফিজের সাম্প্রতিক সাফল্যের জন্য সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন।
অন্যদিকে, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন প্রতিটি ম্যাচই মাঠে গিয়ে খেলা দেখেছেন হ্যাপি। এসময় মুস্তাফিজের সাফল্যকে কেন্দ্র করে প্রতিবারই ফেসবুকে মুস্তাফিজের প্রশংসা করে পোস্ট দিয়েছেন হ্যাপি।
ConversionConversion EmoticonEmoticon