BDNow24 News

টি-২০ ম্যাচে অধিনায়ক ইমরুল কায়েস

আগামী ৫ জুলাই থেকে অতিথি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হচ্ছে পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ। দুটি টোয়েন্টি২০ ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা এই সিরিজ।
এর আগে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশ দলের বিপক্ষে একটি প্রস্তুতিমুলক টোয়েন্টি২০ ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকানরা। বুধবার এই প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষিত বিসিবি একাদশ দলটির নেতৃত্ব দিবেন জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস। এ ছাড়াও জাতীয় দলের বেশ কজন ক্রিকেটার, দীর্ঘ দিন দলের বাইরে থাকা স্পিনার আব্দুর রাজ্জাক এবং বেশ কিছু তরুণ ক্রিকেটার সুযোগ পেয়েছেন। দ্বাদশ খেলোয়াড় হিসেবে রয়েছেন কামরুল ইসলাম রাব্বি।
বিসিবি একাদশ দল : ইমরুল কায়েস (অধিনায়ক), এনামুল হক বিজয়, রনি তালুকদার, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল হাসান, সৈকত আলী, শুভাগত হোম, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, আল-আমিন হোসেন, আবুল হাসান ও কামরুল ইসলাম রাব্বি।
Previous
Next Post »
Thanks for your comment