BDNow24 News

তামিমকে ধাক্কা মেরে রুশোর শাস্তি

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রোববার বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘটনাটি ঘটে। স্বাগতিকদের ইনিংসের দ্বিতীয় ওভারে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম আউট হয়ে ফেরার সময় তাকে কাঁধ দিয়ে ধাক্কা দেন রুশো। 
 
মাঠের আম্পায়ার এনামুল হক ও রিচার্ড ইলিংওয়ার্থ, তৃতীয় আম্পায়ার মাইকেল গফ ও চতুর্থ আম্পায়ার আনিসুর রহমান এ বিষয়ে অভিযোগ করেন।
 
সোমবার আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানায়, ম্যাচ চলার সময় কোনো ক্রিকেটারের এমন কাণ্ড শাস্তিযোগ্য অপরাধ। সে কারণে ম্যাচ রেফারি ডেভিড বুন তাকে লেভেল-২ অপরাধের জন্য সর্বনিম্ন শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেন।
 
রুশোও মানছেন, অমন কাজ করাটা তার ঠিক হয়নি। তবে সেটা ইচ্ছাকৃত ছিল না বলে দাবি করেন তিনি। 
 
ম্যাচ রেফারির দেওয়া শাস্তি অবশ্য মেনে নিয়েছেন রুশো। এ বিষয়ে কোনো শুনানির প্রয়োজন হয়নি।
 
রোববারের ম্যাচটি সহজেই ৭ উইকেটে জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ এ সমতা আনে বাংলাদেশ।
Previous
Next Post »
Thanks for your comment