BDNow24 News

তাসকিনের প্রেমে পড়েছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত!

বাংলাদেশ ক্রিকেট টিমের পেসার তাসকিন আহমেদের প্রেমে পড়েছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত! এমনইটাই জানিয়েছেন মিস্টি নিজের ফেসবুকে মূলত তাসকিনের হাসিতে মজেছেন এই অভিনেত্রী তাসকিনের দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁর হাসির তারিফও করেছেন তিনি লিখেছেন প্রথম বাংলাদেশি কোনো খেলোয়াড়ের প্রেমে পড়েছেন তিনি

যদিও খেলোয়াড়ের প্রেমে পড়াটা নতুন নয় মিষ্টির কাছে তিনি জানান, মাত্র চার পাঁচ বছর বয়সেই তিনি শোয়েব আখতার তারপরেই শাহিদ আফ্রিদির প্রেমে পড়েছিলেন৷ এছাড়াও ব্রাজিলের ফুটবল খেলোড়ার নেইমারের প্রেমে পাগল মিষ্টি৷  সম্প্রতি বাংলাদেশী পেসার তাসকিনের হাসি মন কেড়েছে মিষ্টির৷ মিষ্টির স্বীকারোক্তিএই প্রথম কোনও বাংলাদেশী ক্রিকেটারের প্রেমে পড়েছেন তিনি

অবশ্য পরে একটি পোস্ট দিয়ে মিস্টি লিখেছেন, যে কেউ যে কারো প্রেমে পড়তে পারে এতে দোষের কিছু নেই তাসকিনকে তার ভালো লাগে একজন খেলোয়াড় হিসেবে এর বেশি কিছু নয়

আপাতত ব্যাংককে নতুন বাংলা ছবি আমার প্রেম তুমিছবির শ্যুটিংয়ে ব্যস্ত মিষ্টি৷ এই ছবিতে নায়কের ভুমিকায় রয়েছেন টলি অভিনেতা সোহম৷ এছাড়াও আগামী অগস্ট মাস থেকে ক্রিটিনামের অন্য একটি বাংলা ছবিতেও দেখা যাবে মিষ্টিকে৷ এই ছবিতে মিষ্টির সঙ্গে দেখা যাবে টলিউড হার্টথ্রব ইন্দ্রনীল সেনগুপ্তকে৷
Previous
Next Post »
Thanks for your comment