বাংলাদেশের পারফরম্যান্সে খুশি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থায় প্রশংসিত হয়েছে টাইগাররা।
দেশের মাটিতে টানা তিনটি ওয়ানডে সিরিজ জেতার কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ। এই সিরিজের ১১ ম্যাচের মধ্যে কেবল একটিতে হেরেছে তারা। এই সময়ে একটি টি-টোয়েন্টি ও তিনটি টেস্টও জিতেছে স্বাগতিকরা; দুটি টেস্ট ড্র করে টাইগাররা, হারে কেবল একটি টেস্টে।সম্প্রতি বার্বাডোজে আইসিসির বার্ষিক সাধারণ সভায় সবাই বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করেছে বলে জানান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
“তারা সবাই খুশি বাংলাদেশের পারফরম্যান্সে। আমাকে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অভিনন্দন জানিয়েছে সবাই। আইসিসি সভাতেও আনুষ্ঠানিকভাবে আলোচিত হয়েছে আমাদের পারফরম্যান্স।”
এখন দল ধারাবাহিকভাবে ভালো খেলছে। সামনের দিনগুলোতে এর ইতিবাচক প্রভাব আশা করছেন বিসিবি কর্মকর্তা নাজিম উদ্দিন।
“শুধু জাতীয় দলের খেলা নয়। অন্যান্য পর্যায়ের ক্রিকেট নিয়ে কিভাবে আরও উন্নতি করা যায়, সেসব নিয়ে কাজ করার সুযোগ আছে অনেক; একাডেমি পর্যায়ে বা বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেট। আমরা সেই চেষ্টা করছি।”
ConversionConversion EmoticonEmoticon