আপত্তিকর অবস্থায় পুলিশের হাতে আটক হলেন মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন পরিষদের চৌকিদার মহিবুল ইসলাম। শুক্রবার দুপুর ২ টার দিকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জগন্নাতপুর বাজারে একটি ক্লাব ঘর থেকে তাকে আপত্তিকর অবস্থায় আটক করে নাটুদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বিল্লাল হোসেন। নাটুদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বিল্লাল হোসেন জানান, কাজিপুর ইউনিয়ন পরিষদের চৌকিদার মহিবুল ইসলাম ও একই এলাকার আব্দুল করিমের মেয়ে এবং রিকাত আলীর স্ত্রী ফরিদা খাতুন একটি ক্লাব ঘরে অপত্তিকর অবস্থায় রয়েছে এমন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে।
কাজিপুর ইউনিয়ন পরিষদের সদস্য রেজাউল হক জানান,নারী কেলেংকারির ঘটনায় গত মার্চ মাসে মহিবুল ইসলাম কে সাময়িক বহিস্কার করা হয়েছে। তাকে বিভিন্ন ভাবে শাসন করার পরও অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকে। তাই তাকে স্থায়ী ভাবে বহিস্কারের প্রক্রিয়া চলছে। কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুঃ আলম হোসাইন বহিস্কারের বিষয় টি নিশ্চিত করেছেন।
কাজিপুর ইউনিয়ন পরিষদের সদস্য রেজাউল হক জানান,নারী কেলেংকারির ঘটনায় গত মার্চ মাসে মহিবুল ইসলাম কে সাময়িক বহিস্কার করা হয়েছে। তাকে বিভিন্ন ভাবে শাসন করার পরও অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকে। তাই তাকে স্থায়ী ভাবে বহিস্কারের প্রক্রিয়া চলছে। কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুঃ আলম হোসাইন বহিস্কারের বিষয় টি নিশ্চিত করেছেন।
ConversionConversion EmoticonEmoticon