BDNow24 News

রুবেলের সাথে আমার বিয়ে হয়েছে: হ্যাপি

ক্রিকেটার রুবেল হোসেনের সাথে সম্পর্ক নিয়ে দুনিয়া তোলপাড় করা মডেল ও অভিনেত্রী নাজনিন আক্তার হ্যাপি এখনও মিডিয়াতে আলোচলা-সমালোচনায় বেশ সবর। সামাজিক যোগাযোগের মাধ্যমেও হ্যাপিকে নিয়ে কানাখুশি কম হয় না। হ্যাপি-রুবেলের বিষয়ে পূর্বেও হয়েছে অনেক আলোচনা-সমালোচনা, তিনি অনেক বারই রুবেলের বিষয়ে জানিয়েছেন তার মনের কথা। এবার হ্যাপি আবারও প্রকাশ করলেন তার মনের জমানো কিছু কথা।
মঙ্গলবার গভীর রাতে হ্যাপি তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ কষ্টের কথা জানালেন, হ্যাপির ফেসবুক স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

হ্যা আমার একটা কল্পনার রাজ্য আছে যেখানে আমার বিয়ে হয়েছে রুবেলের সাথে, সংসার ও করি। তবে যেই রুবেলের সাথে আমি কল্পনাতেই বসবাস করি সে এক বছর আগের রুবেল। এখনকার রুবেল না। কল্পনার মধ্যে রুবেল ঠিক আগের মত আমাকে ভালবাসে,ঠিক আগের মতই হারানোর ভয়ে থাকে। আমি কোনভাবেই মানি না রুবেল আমার জীবনে নেই। আমার সাথে রুবেল হয়তো অভিনয় করেছে, আমি তো করিনি। 
Previous
Next Post »
Thanks for your comment