BDNow24 News

প্লে-অফে খেলার সুযোগ পাচ্ছে কলকাতা!

গত দুই ম্যাচে তীরে এসে তরি ডুবায় আইপিএলের প্লে-অফ খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে কলকাতার। এখন তাদের সামনে দুটি পথ খোলা আছে।

প্রথমত বৃষ্টি কামনা করা, যার দরুণ পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। কলকাতা, হায়দরাবাদ ও মুম্বাই- তিন দলেরই পয়েন্ট (১৫) সমান হয়ে যাওয়ায় নেট রানরেটে এগিয়ে থাকা কলকাতা খেলবে প্লে-অফে। এই সম্ভাবনা এখনো ফুরিয়ে যায়নি। রাত সাড়ে ৮টায় শুরু হতে চলা হায়দরাবাদ-মুম্বাই ম্যাচে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

অপরদিকে বিকেল সাড়ে ৪টায় মুখোমুখি হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ডেয়ারডেভিলস। এই ম্যাচে দিল্লি বেঙ্গালুরুকে বড় ব্যবধানে হারাতে পারলে প্লে-অফের টিকিট পেয়ে যাবে কলকাতা। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার জেপি ডুমিনি (৬৭) ও ডি কর্কের (৬৯) জোড়া ফিফটির সুবাদে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান তুলেছে দিল্লি।

ডুমিনির নেতৃত্বাধীন দিল্লির এই বড় সংগ্রহই আশা দেখাচ্ছে সাকিবের কলকাতাকে। ১৮৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুর্দান্ত ফর্মে থাকা ক্রিস গেইল, বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স ব্যর্থ হলে কপাল খুলতে পারে কলকাতার। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়!

বেঙ্গালুরু ও দিল্লির মধ্যকার ম্যাচ শেষ হওয়ার আগে আইপিএলের শীর্ষ ছয় দলের পয়েন্ট তালিকা:


দল                ম্যাচ         পয়েন্ট        নেট রানরেট
চেন্নাই             ১৪           ১৮            +০.৭০৯
রাজস্থান          ১৪            ১৬            +০.০৬২
বেঙ্গালুরু         ১৩            ১৫            +১.০৩৭
কলকাতা         ১৪            ১৫            +০.২৫৩
হায়দরাবাদ       ১৩            ১৪           -০.০৩৩
মুম্বাই               ১৩            ১৪           -০.২৫৯
Previous
Next Post »
Thanks for your comment