BDNow24 News

চিত্রনায়ক মিঠুন আর নেই

সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের ভারপ্রাপ্ত সভাপতি, বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব ও গীতিকার চিত্রনায়ক শেখ আবুল কাশেম মিঠুন আর নেই।
চিকিৎসাধীন অবস্থায় গত রাত দুইটায় কলকাতায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মিঠুনের ছোট ভাই শেখ ফারুক হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তার লাশ বাংলাদেশে নিয়ে আসা হবে। শেখ আবুল কাশেম মিঠুনের গ্রামের বাড়ি সাতক্ষীরার দরগাহপুরে। সেখানেই তার দাফন হতে পারে বলে জানা গেছে।
বেশ কিছু দিন ধরে কিডনি ও উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছিলেন তিনি। দেশের বিভিন্ন হাসপাতালের চিকিৎসা সত্ত্বেও কিডনি এবং লিভারের তেমন উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার্থে তিনি গত ১৯ মে কলকাতায় যান। সেখানে প্রথমে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন প্রফেসর ডা: পি বি শুকলা এবং পরে কোঠারী হাসপাতালের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা: শেখ শামীমুল হকের চিকিৎসাধীন ছিলেন।

Previous
Next Post »
Thanks for your comment