BDNow24 News

প্রেম নিবেদন করে যুবকের করুণ দশা

বাস থেকে নেমে অফিসের পথে হাঁটা শুরু করলেন এক তরুণী৷ পিছু পিছু আসছিল বছর পঁচিশের এক যুবক৷ কিছুক্ষণ পর কাছ ঘেঁষে প্রেম নিবেদনের চেষ্টা যুবকের৷ বিরক্ত তরুণী প্রকাশ্য রাস্তায় চড় কষান ওই যুবককে৷ এর পরেই ওই তরুণীর হাত ধরে টানাটানি শুরু করে যুবকটি৷ তরুণীর চিত্কাইরে শেষ পর্যন্ত আশপাশের লোকজন দৌড়ে এলে পালায় সেই যুবক৷
শনিবার সকালে ঘটনাটি ঘটেছে আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায় চালতাবাগানে৷
পুলিশ জানায়, ১৯ বছরের ওই তরুণীর বাড়ি কৈলাস বসু স্ট্রিটে৷ তিনি কলেজে পড়ার পাশাপাশি একটি বেসরকারি সংস্থায় কাজ করেন৷ অভিযুক্ত যুবকের নাম মণীশ যাদব৷ তিনিও একই এলাকার বাসিন্দা৷ পেশায় গাড়িচালক৷ বেশ কিছু দিন ধরেই ওই যুবক তাঁকে উত্ত্যক্ত করছিল বলে অভিযোগ তরুণীর৷ পুলিশ প্রথমে তরুণীর অভিযোগে গুরুত্ব দেয়নি বলে দাবি তাঁর পরিজনের৷ পুলিশ অবশ্য অভিযোগ অস্বীকার করেছে৷ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (শ্লীলতাহানি) ও ৩২৩ (মারধর) ধারায় মামলা রুজু করা হয়েছে৷


Previous
Next Post »
Thanks for your comment