৬ মে থেকে মিরপুরে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অনিশ্চিত পেস বোলার রুবেল হোসেন। খুলনা টেস্টে ২২ ওভার বল করে ৮২ দিয়ে উইকেট শূণ্য থাকেন রুবেল। কিন্তু ঢাকা টেস্টে দলে না থাকার সম্ভাবনার কারণ এটা নয়। কারণটা ইনজুরি। বল করার সময় হাল্কা ইনজুরিতে পড়েন ওয়ানডে সিরিজে ভালো করা রুবেল।
রুবেল না খেলতে পারলে দলে জায়গা হতে পারে অলরাউন্ডার আবুল হাসান রাজুর। ফাস্ট বোলিংয়ের পাশাপাশি ব্যাটও করতে পারেন তিনি। এর আগে খুলনা টেস্টে ডান হাতের অনামিকায় বেশ ব্যথা পান উইকেট কিপার ও অধিনায়ক মুশফিকুর রহিম।
ConversionConversion EmoticonEmoticon