BDNow24 News

অশ্লীলতায় ব্যবহারের দায়ে বেগুন 'নিষিদ্ধ'

নিষিদ্ধতার নতুন সংজ্ঞা লিখল ফোটো শেয়ারিং অ্যাপ্লিকেশন ইনস্টাগ্রাম। অনলাইনে মোবাইল থেকে ছবি ও ভিডিও শেয়ারের ওয়েবসাইট ইনস্টাগ্রামে বেগুনের ছবি ব্যবহার করা নিষিদ্ধ হল। খবর ভারতীয় গণমাধ্যম জিনিউজ।
ইনস্টাগ্রামে যেসব ফোটো বা স্টিকার বিনামূল্য দেওয়া হয়, সেই তালিকা থেকে বাদ পড়ল বেগুনের ছবি। এক ব্রিটিশ ওয়েবসাইটে প্রকাশ, অনেকেই নাকি ইনস্টাগ্রামে বেগুনের ছবি অশ্লীল কিছু বোঝাতে ব্যবহার করছে তাই এটাকে সরিয়ে ফেলে নিষিদ্ধ-র তালিকায় দেওয়া হল। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ অবশ্য এই খবরকে মিথ্যা বলে উড়িয়েও দেয়নি, আবার স্বীকারও করে নেয়নি।
অবশ্য সূত্রের খবর কমিউনিটে গাইডলাইনের যুক্তি দেখিয়েই বেগুনকে নিষিদ্ধ করল ইনস্টাগ্রাম। এই সিদ্ধান্তকে নিয়ে জোর চর্চা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে। অনেকেই আবার বলছেন, এবার হয়তো কলার পালা। কারণ বেগুনের চেয়েও অশ্লীলতার ব্যবহার ওই ফলটাই তো বেশি ব্যবহার করা হয়।

Previous
Next Post »
Thanks for your comment