কুকুরের কামড় কিংবা বাঁদরের আঁচড়ে ক্ষতবিক্ষত হলে প্রবল যন্ত্রণা৷ কিন্তু এবার সেই কষ্ট মধুর মনে হবে। কারণ কুকুর-বাঁদর কামড়লেই হাতে আসবে নগদ দুই লাখ রুপি৷তবে এই বিশাল অঙ্কের ক্ষতিপূরণ শুধু ভারতের উত্তরখণ্ডের বাসিন্দারাই পাবে।
বৃহস্পতিবার এমনই নজিরবিহীন রায় দিয়েছে উত্তরাখণ্ড হাই কোর্ট৷ আর মোটা টাকা প্রাপ্তির লোভে বাঁদরের আঁচড় আর ইঞ্জেকশনের ঝুঁকি নিতে প্রস্তুত অনেকেই!
আদালত জানিয়েছে, কুকুর, বাঁদর, উল্লুকের মতো প্রাণীর কামড়ে কোনো ব্যক্তি আহত হলে রাজ্য সরকারকে তাকে এক লাখ টাকা ও গুরুতর জখম হলে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে ৷ রাজ্য সরকার ছাড়াও পৌরসভা ও জেলা থেকে এই টাকা আক্রান্তকে দেয়া হবে৷
ঘটনাক্রমে এই রায় ঘোষণার দিনেই উত্তরাখণ্ড হাই কোর্টের এক বর্ষীয়ান বিচারকের স্ত্রীসহ পাঁচজনকে কুকুর কামড়েছে৷
জানুয়ারিতেই নৈনিতালেই কুকুরে কামড়ানোর চার হাজার ঘটনা ঘটে৷ ঝুঁকি এড়াতে রাস্তার কুকুরদের জন্য আলাদা আস্তানা গড়ার নির্দেশ দেয় আদালত৷
অন্যদিকে ধর্মীয় স্থানগুলোতে বাঁদরের উৎপাতও বেশি৷ প্রায়ই বাঁদরের আঁচড়ে জখম হওয়ার অভিযোগ ওঠে৷ সেজন্যই আক্রান্তদের ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে৷
বৃহস্পতিবার এমনই নজিরবিহীন রায় দিয়েছে উত্তরাখণ্ড হাই কোর্ট৷ আর মোটা টাকা প্রাপ্তির লোভে বাঁদরের আঁচড় আর ইঞ্জেকশনের ঝুঁকি নিতে প্রস্তুত অনেকেই!
আদালত জানিয়েছে, কুকুর, বাঁদর, উল্লুকের মতো প্রাণীর কামড়ে কোনো ব্যক্তি আহত হলে রাজ্য সরকারকে তাকে এক লাখ টাকা ও গুরুতর জখম হলে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে ৷ রাজ্য সরকার ছাড়াও পৌরসভা ও জেলা থেকে এই টাকা আক্রান্তকে দেয়া হবে৷
ঘটনাক্রমে এই রায় ঘোষণার দিনেই উত্তরাখণ্ড হাই কোর্টের এক বর্ষীয়ান বিচারকের স্ত্রীসহ পাঁচজনকে কুকুর কামড়েছে৷
জানুয়ারিতেই নৈনিতালেই কুকুরে কামড়ানোর চার হাজার ঘটনা ঘটে৷ ঝুঁকি এড়াতে রাস্তার কুকুরদের জন্য আলাদা আস্তানা গড়ার নির্দেশ দেয় আদালত৷
অন্যদিকে ধর্মীয় স্থানগুলোতে বাঁদরের উৎপাতও বেশি৷ প্রায়ই বাঁদরের আঁচড়ে জখম হওয়ার অভিযোগ ওঠে৷ সেজন্যই আক্রান্তদের ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে৷
ConversionConversion EmoticonEmoticon