BDNow24 News

টেস্ট সিরিজেও বাংলাওয়াশ দেখছেন শোয়েব!

টাইগারদের কাছে ওয়ানডেতে ৩-০তে বাংলাওয়াশ এবং পরবর্তীতে টি-২০ ম্যাচেও হারের পর পাকিস্তানে ক্রিকেট নিয়ে চলছে এখন নানা রকম সমালোচনা। যেখানে পিছিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও। ইমরান খান থেকে শুরু করে ইনজামাম পর্যন্ত সবাই পাকিস্তানের বর্তমান ক্রিকেট অবকাঠামো নিয়ে বিরক্ত! সে তালিকায় যোগ হলেন শোয়েব আখতারও।
শোয়েব আখতারের মতে যেভাবে পাকিস্তান ক্রিকেট এগুচ্ছে তাতে সামনে আরো ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে পাকিস্তানকে। বাংলাদেশ সিরিজ প্রসঙ্গে শোয়েব আখতার বলেন, ‘আমরা ওয়ানডে সিরিজ হেরেছি এবং আমি টেস্ট সিরিজেও একই রকম ফল দেখতে পারছি।

পাকিস্তান ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে দলের অবকাঠামো পরিবর্তনের তাগিদ শোয়েবের। শোয়েব বলেন, ‘গত দু-তিন বছরে দলের ভেতরের ক্রিকেটারদের ভেতর কোন কম্বিনেশন নেই। এই কয় বছর আমরা শুধু স্পিনারদের জন্যে টিকে ছিলাম। এখন সামনে আমাদের কঠিন সময়।সূত্র: আইবিএন লাইভ।
Previous
Next Post »
Thanks for your comment