বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে লজ্জাজনক
হারের পর একাদশে কমপক্ষে দুটি পরিবর্তন আনার পরিকল্পনা করেছে পাকিস্তান ক্রিকেট দল।
রোববার অনুষ্ঠিতব্য দ্বিতীয় ম্যাচেই এ পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে টিম ম্যানেজম্যান্ট।
এদিকে হারের ক্ষত না শুকাতেই আরেকটি ধাক্কা খেয়েছে পাকিস্তান দল।
পাকিস্তানের ডানহাতি পেসার এহসান আদিল চোটের কারণে দেশে ফিরে যাচ্ছেন। আর প্রথম ওয়ানডেতে
না খেলা আদিলের বদলে উমর গুলকে দলে নিয়েছেন পাকিস্তানের নির্বাচকরা।
আদিল হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় সিরিজের বাকি দুই ওয়ানডের জন্য
গুলকে দলে নেওয়ার বিষয়টি পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি) শনিবার অনলাইনে সামাজিক
যোগাযোগের মাধ্যম টুইটারে জানায়।
তবে ওমর গুল যথাসময়ে বাংলাদেশে পৌঁছলে পাকিস্তানি পেসার রাহাত আলীর
বদলে খেলবেন। এছাড়া পাকিস্তান দল থেকে সাঈদ আজমল অথবা সাদ নাসিমের মধ্যে একজনকে বাদ
রাখা হতে পারে এই ম্যাচে।
আজমলকে বাদ রাখা হলে দলে জায়গা পাওয়া সম্ভাবনা বেশি জুলফিকার বাবরের।
আর নাসিমকে বসিয়ে রাখা হলে তার বদলে নেওয়া হতে পারে আসাদ শফিককে।
এদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশ দলে ফিরছেন অধিনায়ক মাশরাফি
বিন মুর্তজা। তবে মাশরাফি পরিবর্তে কে জায়গা হাড়াচ্ছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য,
প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর
হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে
ভিশন।
ConversionConversion EmoticonEmoticon