BDNow24 News

রুবেল-তাসকিনদের জন্য ওয়াসিম আকরামের সুসংবাদ

বাংলাদেশ ক্রিকেট দলে একসময় ঘণ্টায় ১৪০ কিলো গতিতে বল করার মতো পেসারের বড়ই অভাব ছিল। অবশ্য এরকম দু’’একজন বোলার দলে আসতেন কিন্তু বেশিদিন স্থায়ী হতে পারতেন না।
বাংলাদেশের ক্রিকেটে এখন কয়েকজন দ্রুতগতির বোলারও এসেছেন। বর্তমান দলের রুবেল হোসেন ও তাসকিন আহমেদের কথাই বলতে হয়। ১৪০-এর চেয়ে বেশি গতিতে বল করার যথেষ্ট সামর্থ্য রয়েছে তাদের। আর তাসকিন-রুবেলদের মতো গতির বোলারদের উজ্জ্বল ভবিষ্যতের কথা বললেন ওয়াসিম আকরাম।
পাকিস্তানের কিংবদন্তি এই পেসার বলেন, ক্রিকেটে জোরে বল করা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। পেসারদের ভাবতে হবে কীভাবে আগামী ১০ বছর জোরে বল করা যায়। তবে জোরে বোলিং মানে একটা ভালো স্পেল নয় কিন্তু দীর্ঘমেয়াদে জোরে বল করতে হবে।

ওয়াসিম আকরাম বলেন, দ্রুতগতির বোলারকে জানতে হয় কখন ইয়র্কার দিতে হবে, কীভাবে ফিল্ডিং সাজাতে হবে, কীভাবে পরিস্থিতি বিচার করতে হবে। এসব তাদের শিখতে হবে। যেসব দ্রুতগতির বোলাররা গতি, স্যুইং এবং সঠিক লাইন-লেন্থ ঠিক রেখে বল করবে আগামীদিনে তারাই ক্রিকেটে আধিপত্য বজায় রাখবে।
Previous
Next Post »
Thanks for your comment