মহানবীর (সা.) সময়কার লেখা পবিত্র কোরআনের সন্ধান!
জার্মানির বার্লিন স্টেট লাইব্রেরিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)
এর সময়কার লেখা পবিত্র কোরআনের কপির সন্ধান পাওয়া গেছে। প্রায় শত বছর ধরে এটি এই লাইব্রেরিতে
পড়ে ছিল।
জুরিখের লাইব্রেরিতে বৈজ্ঞানিকভাবে পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত
হওয়া গেছে যে সাত পৃষ্ঠার চর্ম কাগজে লেখা এই কপি ৬০৬ থেকে ৬৫২ সালের মধ্যে লেখা হয়েছিল।
দীর্ঘমেয়াদি একটি প্রকল্পের আওতায় এটি পরীক্ষা করা হয়। -ওয়ার্ল্ড
বুলেটিন।
ConversionConversion EmoticonEmoticon