স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার জয় অব্যাহত৷ রবিবাসরীয় অ্যাওয়ে
ম্যাচে সেল্টা ভিগোর বিরুদ্ধে অবশ্য কষ্ট করেই তিন পয়েন্ট ঘরে তুলতে হল মেসি অ্যান্ড
কোম্পানিকে৷ জেরেমি ম্যাথিউর একমাত্র গোলে ভিগোকে হারায় বার্সা৷
চোট কাটিয়ে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের শুরু থেকেই খেলেন লিওনেল
মেসি৷ তবে, মেসি-নেইমার-সুয়ারেজদের
পিছনে ফেলে দিলেন ম্যাথিউ৷ ন্যূ ক্যাম্পে এল ক্লাসিকোতেও বার্সার হয়ে প্রথম গোলটি
করেছিলেন তিনি৷
লা লিগার পয়েন্ট তালিকায় ১১ নম্বরের দল সেল্টা ভিগো। তাই স্বাভাবিকভাবেই
ফেবারিট হিসেবে খেলতে নামেন মেসি-নেইমাররা। মাঠের পারফরম্যান্সেও শুরু থেকে বল পজেশনে
অনেকটাই এগিয়ে ছিল লুইস এনরিকের শ্যিরা। কিন্তু তার পরও প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণ
ভাঙতে ব্যর্থ হয় বার্সা।
অবশেষে দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে জাভির ক্রস থেকে দুর্দান্ত হেডে
বক্সের ডান দিক থেকে বল ভিগোর জালে জড়ান ফরাসি ডিফেন্ডার ম্যাথিউ৷ ৮৭ মিনিটে ফ্যাবিয়ান
ওরেয়ানা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বাকি সময়টা দশ জনে খেলতে হয় সেল্টা ভিগোকে৷
লিগে ২৯ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা।
সমসংখ্যক ম্যাচ খেলে ৬৭ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে ক্রিশ্চিয়ানো রোনালদোর
রিয়াল মাদ্রিদ।
ConversionConversion EmoticonEmoticon