টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুটি
ম্যাচ খেলতে প্রতিবেশী দেশ ভারতে অবস্থান করছেন। তবে সদা হাসিতে এবার পরিবারকে বিদায়
জানাতে পারেননি তিনি। অন্যদিকে দেশের টুর্নামেন্ট ফেলে সাকিবের আইপিএলে খেলতে যাওয়ায়
ক্ষুব্ধ অনেকেই।
২০১২ সালে ১২ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব শিশির। কিন্তু
সাকিব ও শিশিরের সম্পর্কে এবার যেন আগুন লেগেছে! বিষয়টি বেশ কয়েকদিন অগোচরে ছিল। আইপিএলে
খেলতে যাওয়া নিয়েই মনোমালিন্য হয় তাদের মধ্যে।
আইপিএল খেলতে যাওয়া উপলক্ষ্যে ঢাকা ছাড়ার আগের ঘটনা এটি। শিশিরকে
এ অল্প সময়ের জন্য ভারতে নিতে নারাজ ছিলেন সাকিব। কিন্তু নাছোড়বান্দা শিশির যেকোন মূল্যে
সাকিবের সাথে ভারতে যাবেন বলে জিদ করে বসে আছেন।
এ নিয়ে মনোমালিন্য হয় তাদের মধ্যে। পরে সাকিব একাই যাওয়ার সিদ্ধান্ত
নেন। সাকিব ঢাকা ছাড়ার আগেই ফেসবুকে শিশির পোষ্ট করে জানান তিনি এখন হলিউডে। সেটা যাইহোক
শিশির এখন কোথায় অবস্থান করছেন সেটা নিশ্চিত হওয়া যায়নি।
সাকিবের এক ঘনিষ্ট বন্ধু নাম প্রকাশ না করার শর্তে তাদের কলহের
বিষয়গুলো জানান। আর শিশির ও সাকিব তাদের অভিমান ভুলে যান না কোনো অপ্রত্যাশিত ঘটনার
জন্ম দেন এটি পরে পারিষ্কার হবে।
ConversionConversion EmoticonEmoticon