BDNow24 News

‘অগ্রযাত্রার মহানায়ক’ অনন্ত জলিলের নতুন চমক

সময়ের আলোচিত ও সমালোচিত নায়ক অনন্ত জলিল প্রতিটি চলচ্চিত্রে নতুন নতুন চমক নিয়ে হাজির হন। বর্তমানে তার প্রাথমিক প্রস্তুতিতে রয়েছে নতুন চলচ্চিত্র ‘দ্য স্পাই- অগ্রযাত্রার মহানায়ক’। দেশপ্রেমের গল্পে বরাবরের মতো প্রধান চরিত্রে থাকছেন অনন্ত ও বর্ষা। এর সবই পুরনো খবর। কিন্তু নতুন খবর হল, চলচ্চিত্রটির দ্বিতীয় নায়ক-নায়িকা হিসেবে নতুন মুখ খুঁজছেন।
অনন্তের সহকারী সজীব জানান, দ্বিতীয় নায়ক-নায়িকা ছাড়াও ভিলেন, বাবা-মায়ের চরিত্রে অভিনয় করবেন নতুন মুখ। একটি বেসরকারি টেলিভিশন শিল্পী নির্বাচনে সহযোগিতা করছে। চলতি সপ্তাহে এ কার্যক্রম শুরু হবে। শুধু ঢাকা নয়, সারাদেশ থেকে শিল্পী নির্বাচন করা হবে। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হবে।
তিনি আরও জানান, ‘দ্য স্পাই’ অনন্তের জন্য গুরুত্বপূর্ণ একটি চলচ্চিত্র। তাই তিনি কোনো ধরনের ছাড় দিতে নারাজ। অনন্ত মনে করেন, নতুন মুখ নির্বাচনের মাধ্যমে চলচ্চিত্রের শিল্পী সংকট কিছুটা হলেও দূর হবে।
‘দ্য স্পাই’ বরাবরের মতোই মনসুন ফিল্মসের ব্যানারে নির্মিত হবে। থাকবে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার। চলচ্চিত্রটি পরিচালনা করবেন অনন্ত জলিল।
এর আগে ‘খোঁজ-দ্য সার্চ’, ‘দ্য স্পিড’, ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালবাসা’ ও ‘মোস্ট ওয়েলকাম টু’ ছবিতে অভিনয় করে আলোচিত হন অনন্ত। ‘নিঃস্বার্থ ভালবাসা’ চলচ্চিত্রে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। সম্প্রতি অনন্ত-বর্ষার ঘরে এসেছে নতুন মুখ।

Previous
Next Post »
Thanks for your comment