গত বছর ঘরোয়া সিরিজ চলাকালীন মত্ত ও বিবস্ত্র অবস্থায় পাওয়া যায় ভারতীয় দলে খেলা এক ক্রিকেটরকে। চাঞ্চল্যকর দাবি আইসিসির দুর্নীতি দমন শাখা (এসিএসইউ)-র। এই উদাহরণ দেখিয়ে এসিএসইউ ক্রিকেটারদের আচরণবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে। এসিএসইউ ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে, তাদের নজর রয়েছে সব ক্রিকেটারের ওপরই। অষ্টম আইপিএলে এসিএসইউ সব ধরনের নজরদারি চালাচ্ছে বলে আইসিসি সূত্রে জানা গিয়েছে।
বিসিসিআইয়ের কাছে এক প্রেজেন্টেশনে এসিএসইউ গত বছর ঘরোয়া সিরিজ চলাকালে এক ভারতীয় ক্রিকেটারের মত্ত ও বিবস্ত্র অবস্থায় থাকার বিষয়টি উল্লেখ করে জানিয়েছে, আচরণবিধি না মানলে ক্রিকেটাররা ব্যবস্থার মুখে পড়তে পারেন।
ম্যাচ ফিক্সিং ও গড়াপেটার অভিযোগের পরিপ্রেক্ষিতে অষ্টম আইপিএলে বিসিসিআই এবং আইসিসি-র এসিএসইউ নজিরবিহীন নজরদারির বন্দোবস্ত করেছে। বর্তমানে বিসিসিআই-এর আওতায় কাজ করছে এসিএসইউ।
এই নজরদারির অঙ্গ হিসেবে ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইগুলিকেও হিন্দি ও ইংরেজিতে বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে। ক্রিকেটারদের সন্দেহজনক মহিলাদের থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, ওই সব মহিলাদের ফাঁদ হিসেবে ব্যবহার করা হতে পারে। এসিএসইউ-র ক্রিকেটারদের কাছে বার্তায় হানা চালিয়ে একজন ভারতীয় খেলোয়াড়কে এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে ফেলার উদারহণও দেওয়া হয়েছে। হোটেলের রুমে অবাঞ্ছিত লোকজনদের ভিড় সম্পর্কেও ক্রিকেটারদের সতর্ক করা হয়েছে। হোটেলের রুমে আগন্তুকদের সম্পর্কে জানতে চাওয়া হলে অনেক ক্রিকেটার কীভাবে ছদ্ম-অজ্ঞতা দেখান, তার উদাহরণও দেওয়া হয়েছে। ক্রিকেটারদের পরিবারের লোকজনকেও খেলা সম্পর্কে বিস্তারিত তথ্য না দেওয়ারও নির্দেশ জারি করা হয়েছে।
সূত্র : এবিপি আনন্দ ওয়েব
সূত্র : এবিপি আনন্দ ওয়েব
ConversionConversion EmoticonEmoticon