পাত্র বাজারে এখন শুধু রুবেলের জয়জয়কার। নাজনীন আক্তার হ্যাপী বর্তমানে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন। তবে রুবেলের পিছু ছাড়ছেন না তরুণীরা। কেউ ফেসবুকে, কেউ বা প্লাকার্ড হাতে জনসম্মুখে বিয়ের প্রস্তাব দিচ্ছেন জাতীয় দলের এ তারকা ক্রিকেটারকে। অবশ্য পরিবারের সম্মতিতে আগামী কিছুদিনের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসার কথা রয়েছে রুবেলের।
বিশ্বকাপের চলিত আসরে ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ বল করে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রুবেল। ওই ম্যাচেই অস্ট্রেলিয়ান প্রবাসী এক প্রমীলা দর্শক রুবেলের উদ্দেশ্যে মাঠে প্ল্যাকার্ড উঠিয়ে বিয়ের প্রস্তাব দেন। প্লাকার্ডে লেখা ছিল- ‘ম্যারি মি রুবেল, আই ক্যান মেক ইউ হ্যাপী’। প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানেও রুবেলের সঙ্গে সেলফি তুলতে হুমড়ি খেয়ে পড়ে তরুণীরা। তবে বিদেশে যাই হোক, বাংলাদেশের মাটিতে কোন তরুণী জনসম্মুখে দাঁড়িয়ে প্লাকার্ড উঁচিয়ে বিয়ের প্রস্তাব দেবে- এ যে সিনেমার গল্প। এমনটিই ঘটল ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
বিশ্বকাপের চলিত আসরে ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ বল করে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রুবেল। ওই ম্যাচেই অস্ট্রেলিয়ান প্রবাসী এক প্রমীলা দর্শক রুবেলের উদ্দেশ্যে মাঠে প্ল্যাকার্ড উঠিয়ে বিয়ের প্রস্তাব দেন। প্লাকার্ডে লেখা ছিল- ‘ম্যারি মি রুবেল, আই ক্যান মেক ইউ হ্যাপী’। প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানেও রুবেলের সঙ্গে সেলফি তুলতে হুমড়ি খেয়ে পড়ে তরুণীরা। তবে বিদেশে যাই হোক, বাংলাদেশের মাটিতে কোন তরুণী জনসম্মুখে দাঁড়িয়ে প্লাকার্ড উঁচিয়ে বিয়ের প্রস্তাব দেবে- এ যে সিনেমার গল্প। এমনটিই ঘটল ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
রবিবার সন্ধ্যায় বীর বেশে দেশে ফিরেছেন টাইগাররা। ক্রিকেটারদের বরণ করে নিতে ক্রিকেট ভক্তরা বিকেল থেকেই ছিলেন রাস্তায়। বিমানবন্দর এলাকা ছিল লোকেলোকারণ্য। ভক্তদের হাতে নানা প্ল্যাকার্ডে শোভা পাচ্ছিল শুভেচ্ছাবার্তা। এরমধ্যে একজনকে দেখা গেল ভিন্নরূপে। এক তরুণী প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন শাহজালাল বিমানবন্দরের ঠিক সামনেই। তাতে লেখা ছিল ‘ম্যারি মি রুবেল’। সঙ্গত কারণে অন্যসব প্লাকার্ডধারীকে ছাপিয়ে সবার নজর ছিল ওই তরুণীর দিকেই। ক্যামেরার ফ্লাস আর ‘ক্লিক’, ‘ক্লিক’ শব্দ হতে লাগল একের পর এক।
এক পর্যায়ে বাংলাদেশ দল বিমানবন্দরে নেমে শুভেচ্ছা নিয়ে গাড়ি করে চলেও গেল। ভীড়ের ভেতরে ওই প্লাকার্ডটিও বোধহয় চোখে পড়ল না রুবেলের। কমে গেল জটলা। একসময় ওই তরুণীকেও আর দেখা গেল না বিমানবন্দরে। ফেসবুক, মিডিয়ার সুবাদে হয়ত কোন এক সময় রুবেল দেখেবেন ওই তরুণীর প্লাকার্ডটি। ততদিনে রুবেল কি থাকবেন ব্যাচেলর? আর থাকলেও ওই তরুণীর আহ্বানে কি সাড়া দেবেন? সিদ্ধান্তটা সময়ের হাতেই থাক।
যদিও রুবেলের ভক্ত এতবেশি কখনোই ছিল না। বিশ্বকাপ শুরুর আগে চলচ্চিত্র অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির করা মামলার পরই রুবেল আলোচনায় চলে আসেন। চলতি বিশ্বকাপে তার অসাধারণ পারফরম্যান্সে সবার মন কেড়ে নেন। রাতারাতি তারকাখ্যাতি পেয়ে যান তিনি।
ConversionConversion EmoticonEmoticon