BDNow24 News

মাত্র ৪৯ দিনের শিশুর মুখে ‘আই লাভ ইউ’ !

বয়স সবেমাত্র সাত সপ্তাহ। কথা বলাই শেখেনি সে। বড়জোর এদিক-ওদিক চেয়ে থাকে শিশুটি। এ বয়সে কথা বলতে পারা যে একেবারেই অসম্ভব। তারপরও অসম্ভবকে সম্ভব করে সমগ্র দুনিয়াকে চমকে দিয়েছেন লন্ডনের এক শিশু আরিয়ানা সাফি। আরিয়ানার বাবা আলি (২৫) একজন বিক্রয় সহকারী। তিনি প্রথমবার মেয়ের মুখ থেকে ‘আই লাভ ইউ’ শোনার পর ভীষণ অবাক হন।
আলি বলেন, ‘স্বাভাবিকভাবে সাফির মা ফাতিমা (২২) প্রথমে বিশ্বাস করেনি। আমাকে বলে, তুমি মিথ্যা বলছ।’ পরে নিজেই শুনে তার বলা শব্দ অনুকরণ করছে সাফি। সে সাফিকে কয়েকবার হ্যালো বলার পর সাফিও হ্যালো বলে। এখন সে সারাক্ষণ তাকে দিয়ে কিছু বলানোর চেষ্টা করে।’
Ariana_Sufi_parents-somoyerkonthosor
আলি আরো বলেন, ‘আমি প্রথমে ভাবি, আমি হয়তো স্বপ্ন দেখছি কিংবা ঠিকমতো শুনতে পাইনি। সাফি যে খুব ভালো বলতে পারছে তা নয়, তবে আপনারা স্পষ্টভাবেই শুনতে পাবেন যে সে আই লাভ ইউ বলেছে। আরিয়ানা এখন যা শোনে তা-ই বলার চেষ্টা করে।’
আরিয়ানার বয়স এখন ১২ সপ্তাহ। গত ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে সে প্রথমবার কথা বলে। তখন তার বয়স ছিল মাত্র ৭ সপ্তাহ। সাধারণত শিশুরা ১২ মাস বয়সে কথা বলা শুরু করে।
আলি বলেন, “যখন সাফির বয়স তিন কিংবা চার সপ্তাহ, তখন সে ‘আহ্‌স’ উচ্চারণ করে। সে খুবই চটপটে শিশু। সে সব সময় হাত-পা ছোড়ে আর খিলখিল করে হাসে।
Previous
Next Post »
Thanks for your comment