BDNow24 News

হ্যাপির আরো একটি প্রেম

ক্রিকেটার রুবেলের সঙ্গে প্রেম, মামলা, আত্মহত্যার চেষ্টা। তারপর সদ্য আরো একটি প্রেমের গুজব। সেটি আসলে গুজবই! কিন্তু আলোচিত চিত্র নায়িকা নাজনিন আক্তার হ্যাপি এবার যে সত্যিই নতুন প্রেমে পড়েছেন তার আর গুজব নয়। শতভাগ সত্যি।
আর হ্যাপি ফেসবুকে নিজেই জানিয়েছেন এই প্রেমে পড়ার খবর। তবে এবার কোন সুপুরষ নয়, নয় আলোচিত কেউ। হ্যাপি এবার নিজের পা-এর প্রেমে পড়েছেন নিজেই। ফেসবুকে অন্তত দু’টি স্ট্যাটাসে তিনি তাঁর পা-এর ছবি দিয়ে এই প্রেমে পড়ার খবর জনিয়েছেন।
তিনি এক পা নয় তাঁর দু’পা-এর প্রেমেই এখন হাবু-ডুবু খাচ্ছেন। ফেসবুকে তাঁর ডবল স্ট্যাটাসে আবার জুতোর ডিজাইন ও রং আলাদা- কালো আর লাল।
happy lage
এক স্ট্যাটাসে হ্যাপি বলেছেন ‘ মাই লেগস, আই জাস্ট লাভ ইট। ফিলিং হ্যাপি।’
আরেক স্ট্যাটাসে বলেছেন,‘ মাই বিউটিফুল লেগস, ফিলিং প্রিটি।’
পা-এর প্রেমে পড়া হ্যাপি’র স্ট্যাটাসে কমেন্টও করেছেন কয়েকজন-
‘ টপ টু বটম ইউ আর বিউটিফুল’
‘তোমার জুতা এত সুন্দর’
‘এন্ড আই লাভ ইউ’
Previous
Next Post »
Thanks for your comment