BDNow24 News

গতি বাড়ান অপেরা মিনির

মোবাইল ফোনের সাহায্যে ব্রাউজ করার জন্য রয়েছে নানা ব্রাউজার। তবে সবচেয়ে জনপ্রিয় ব্রাউজারটির নাম অপেরা মিনি। বিশেষ করে গতিময় এবং ডাটা সাশ্রায়ি হওয়ার কারণে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীদের প্রথম পছন্দ এ ব্রাউজার।
নানা কারণে মাঝে মাঝে ব্রাউজারটির গতি কমে যায়। তবে কৌশল জানা থাকলে অপেরা মিনির গতি বাড়িয়ে নেওয়া যায় খুব সহজে।
কিভাবে অপেরা মিনির ইন্টারনেট গতি বৃদ্ধি করা যায় তা তুলে ধরা হলো এ টিউটোরিয়ালে। প্রথমে অপেরা মিনি ব্রাউজারটি চালু করে, URL বক্সে opera:config লিখে Go তে ক্লিক করতে হবে।এরপর বেশ কিছু অপশন আসবে, সেগুলো থেকে Loading Timeout option -এ গিয়ে তা 30 থেকে 60 বা 3600 সিলেক্ট করে দিতে হবে।
এবার Loading Timeout option এর নিচে site patches and user agent masking বক্স থেকে Yes থেকে “No” সিলেক্ট করে দিতে হবে । সবশেষে নিচে “save” এ ক্লিক করে সেভ করুন।
এরপর অপেরা মিনি ব্রাউজারটি রিস্টার্ট করলেই আগের তুলনায় গতিময়ভাবে ইন্টারনেট ব্যবহার করা যাবে।
Previous
Next Post »
Thanks for your comment