পাকা খেলোয়াড় তৈরি করার জন্যে ছোটবেলায় রোহিত শর্মা কে জোর করে ব্যাট করানো হত ওভারের পর ওভার ৷ যাতে ব্যাটিংটা আরও ধারালো হয়৷ কোনও কোনও দিন সেটা ২২-২৩ ওভার পর্যন্তও চলত৷ ছেলেটা ক্লাসে পড়ায় ফাঁকি দিত, ক্রিকেটে নয়৷ ক্লাস না করে দৌড়তেন, স্কুলেরই মাঠে ক্রিকেট কোচিং নেওয়ার জন্য৷ নিজের বাড়ি ছেড়ে ১২-১৩ বছর বয়স থেকে ছেলেটা থাকত চাচর বাড়িতে ৷ ক্রিকেট কোচিং সেন্টারের সঙ্গে নিজের দূরত্ব কমানোর জন্য৷
সেই ক্রিকেট শিক্ষার্থী যখন বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে সেঞ্চুরি করার পথে স্ট্রেট ড্রাইভে অতি সহজে একটা ছক্কা মারলেন, তাঁর কোচের মনে হচ্ছে, এটা অনেক কষ্ট করারই ফল৷ মনে পড়ছে অনেক কিছু৷ একবার ৪০ রানে বিশ্রী শট খেলে ফেরার পর তিনি নির্দ্বিধায় চড় মেরেছিলেন রোহিতকে ৷ ‘জানেন তো, ওর বয়স তখন ১৫৷ চড় খাওয়ার পরের ম্যাচেই ৮৫ রান করে টিমকে জিতিয়েছিল । অকপটে বলেই ফেললেন রোহিত শর্মার কোচ দীনেশ লাড ৷
ConversionConversion EmoticonEmoticon