BDNow24 News

দেশে ফিরলো টাইগাররা: বিমান বন্দরে বরৎণোসব

বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার রাত পৌনে ৮টার দিকে দেশের মাটিতে পা রাখে মাশরাফি বিন মর্তুজার দল। হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাশরাফিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়েছে। বিশ্বকাপ মিশন সফল করে দেশে ফেরায় বিমান বন্দর এলাকায় বরণোৎসবে মেতে উঠে ক্রিকেট প্রেমিরা।
বাংলাদেশ ক্রিকেট একাদশ দেশে ফিরলেও দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বা অন্যান্য কর্মকর্তারা ক্রিকেটারদের সঙ্গে আসেননি। আর প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ অন্যান্য কোচিং স্টাফরা আপাতত নিজ নিজ দেশে গেছেন। দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও এনামুল হক বিজয় আগেই দেশে ফিরেছেন।
বিমানবন্দরে টাইগারদের স্বাগত জানায় হাজারো ক্রিকেট ভক্ত। বিমানবন্দর সড়কের দুধারে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে হাজির হয় ক্রিকেটপ্রেমীরা। বিভিন্ন সংগঠন থেকে শুরু করে আবাল-বৃদ্ধ বনিতার ঢল নামে টাইগারদের বরণ করতে।
মাশরাফিদের স্বাগত ও অভিনন্দন জানিয়ে ব্যানার নিয়ে উপস্থিত হন সবাই। আবার আইসিসি ও আম্পায়ারদের মুন্ডুপাত করেও ব্যানার নিয়ে আসেন অনেকে। কোয়ার্টার ফাইনালে ভারতের বিরুদ্ধে আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের বলি হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ।
জাতীয় পতাকা, ফেস্টুনে ছেয়ে যায় বিমানবন্দর সড়ক। বিশ্বকাপে টাইগারদের পারফরম্যান্সেও যারপরনাই খুশি দেশের ক্রিকেটপ্রেমীরা। ক্রিকেটাররা ভক্তদের মন ভরিয়েছেন দুর্দান্ত ক্রিকেট খেলে। দেশের হয়ে বিশ্বকাপে টানা দুটি সেঞ্চুরি করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। রুবেল, তাসকিনরা আগুণ ঝরা বোলিংয়ে কাঁপিয়েছেন প্রতিপক্ষ শিবির। যথারীতি অধিনায়ক মাশরাফি ছিলেন দলের সাফল্যের নেপথ্য কারিগর। গোটা দলটাকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে গেছেন তিনি। নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে।
বিশ্বকাপে জন্য প্রায় দুই মাসের সফর শেষে দেশে ফিরলেন ক্রিকেটাররা। শনিবার অস্ট্রেলিয়ার এ্যাডিলেড থেকে এমিরেটস ইকে-৪৪১ বিমানযোগে দেশের উদ্দেশে রওনা হয়েছিলেন তারা। পথিমধ্যে দুবাই ইন্টারন্যাশনাল বিমানবন্দরে যাত্রা বিরতি করেছিলেন মাশরাফিরা।
আসরের গ্রুপ পর্বের খেলায় ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আফগানিস্তানকে হারানোর পাশাপাশি শক্তিশালী নিউজিল্যান্ডের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে ক্রিকেট বিশ্বের প্রশংসা কুড়িয়েছেন মাশরাফিরা। ভারতের কাছে হারের মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শেষ হয়েছে মাশরাফিদের।
কিন্তু কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে আম্পায়ারদের পক্ষপাতমূলক সিদ্ধান্তে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। তবে বিশ্বকাপ জিততে না পারলেও দেশে-বিদেশে বাংলাদেশীদের পাশাপাশি বিশ্বখ্যাত ক্রিকেট বোদ্ধাদেরও মন জয় করে নিয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স। তারপরও অস্ট্রেলিয়া-নিউজল্যান্ডের মতো কন্ডিশনে মাশরাফিদের কোয়ার্টার ফাইনাল খেলাই বড় অর্জন।
Previous
Next Post »
Thanks for your comment